মিরসরাইয়ের খৈয়াছড়া ট্র্যাজেডি– নিহতদের বাড়িতে হৃদয় বিদারক দৃশ্য
প্রিয়জনকে হারানোর এই শোক পরিবারগুলো কতদিনে কাটিয়ে উঠবেন- তা বলা কঠিন। নিহত মাইক্রোবাস চালক গোলাম মোস্তফা নিরুর (২৬) বাড়ি খন্দকিয়া গ্রামের যুগীর হাট বাজার এলাকায়। কন্যা রুহি আক্তারকে বুকে জড়িয়ে রেখে নিরুর স্ত্রী রুপা আক্তারের কান্না থামছেই না। পাঁচ বছর আগে বিয়ে হয়েছিল তাদের। পুত্রশোকে কাঁদছেন নিরুর বাবা মো. ইউসুফ। একই এলাকায় কলেজ শিক্ষার্থী জিয়াউল হকের বাড়িতে বিলাপ করছেন মা শাহনাজ আক্তার। ওই বাড়ির পাশে নিহত ইকবাল হোসেনের নানার বাড়ি। মায়ের সঙ্গে এখানেই কেটেছিল শৈশব-কৈশোরকাল। সে কেএস নজুমিয়া উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী ছিল। সেখানেও ভিড় করছেন মানুষ। এর প্রায় এক কিলোমিটার দক্ষিণে নিহত ওয়াহিদুল আলমের বাড়ি। তিনি ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ থেকে ব্যবস্থাপনায় স্নাতক ডিগ্রি অর্জন করেন। শিক্ষকতা করতেন সেই কোচিং সেন্টারে। তার বাবা জানে আলম কান্না করার শক্তি হারিয়েছেন। খন্দকিয়া গ্রামের আবদুল লতিফ মাস্টারের বাড়িতেও চলছে শোকের মাতম। ওমরগণি এমইএস কলেজে গণিত দ্বিতীয় বর্ষের ছাত্র জিয়াউল কোচিং সেন্টারে শিক্ষকতা করতেন। কিছুক্ষণ পর পর নিজের বুক চাপড়াচ্ছেন মা শাহনাজ আক্তার। বলছেন, ‘আমার মাস্টার সজীব কই?’ বাবা আবদুল হামিদ সন্তান হারিয়ে বাকরুদ্ধ। প্রসঙ্গত শুক্রবার (২৯ জুলাই) দুপুর পৌনে ২টার দিকে মিরসরাইয়ের বড়তাকিয়া রেলস্টেশনের কাছে রেলক্রসিংয়ে রেললাইনে উঠে পড়া একটি মাইক্রোবাসে ঢাকা থেকে চট্টগ্রামমুখী মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেন ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসের আরোহী ১১ জন নিহত হন। আহত ছয়জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় নিহতরা হলেন- মাইক্রোবাস চালক গোলাম মোস্তফা নিরু (২৬), চিকনদণ্ডী ইউনিয়নের ইলিয়াছ ভুট্টোর ছেলে মোহাম্মদ হাসান (১৭), একই ইউনিয়নের জিয়াউল হক সজীব (২২), ওয়াহিদুল আলম জিসান (২৩), শিক্ষক রিদুয়ান চৌধুরী (২২), শান্ত (১৭) ও একই এলাকার ইকবাল হোসেন মারুফ (১৭), মোসহাব আহমেদ হিসাম (১৬), তাসমির হাসান (১৭), মনসুর আলমের ছেলে মো. মাহিম (১৭), মোস্তফা মাসুদ রাকিব (১৯)। নিহতরা সকলেই হাটহাজারী উপজেলার ১২ নং চিকনদন্ডী ইউনিয়নের যুগীরহাট বাজারে শেখ ফরিদ মাকেটে আর এন জে নামে একটি কোচিং সেন্টারের শিক্ষক-শিক্ষার্থী। এই কোচিং সেন্টারের কয়েকজন কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণী এবং এসএসসি পরীক্ষার্থীদের কোচিং ক্লাস পড়ান। কোচিং সেন্টারের শিক্ষকেরা গত শুক্রবার এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে মিরসরাই উপজেলার খৈয়াছড়ার র্ঝণা পর্যাটন কেন্দ্র দেখতে যান। সেখান থেকে বাড়ি ফেরার পথে উক্তস্থানে পৌঁছলে রেল ক্রসিং অতিক্রম করার সময় মহানগর প্রভাতীর ট্রেনের ধাক্কায় শিক্ষক-শিক্ষার্থী বহনকারী গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। এসময় গাড়িতে থাকা শিক্ষক শিক্ষার্থী ও চালকসহ ১১ জন ঘটনা স্থলে নিহত হয়। নিহতদের জানাযায় অংশ গ্রহন করে সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুর ইসলাম মাহমুদ, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক এম এ সালাম, বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সদস্য ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জসিম উদ্দিন শাহ, সাবেক যুগ্ম-সম্পাদক ইউনুস গনি চৌধুরী, উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাশেদুল আলম, উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য শাহানেওয়াজ চৌধুরী, চিকনদন্ডী ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান বাচ্চু, শিক্ষানুরাগী নেচার উদ্দিন বুলু ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক মন্ডলী। # ৩১.০৭.২০২২ চট্টগ্রাম #