ভুল পথে প্রতিবন্ধক দেয়ায় গেটম্যানকে বরখাস্ত
লালমনিরহাট রেলওয়ে বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, লালমনিরহাট শহরের বিডিআর রেলগেটে বুড়িমারীগামী কমিউটার ট্রেন যাচ্ছিল এক দিকে আর গেটম্যান নাদের হোসেন ভুল করে অন্য দিকে প্রতিবন্ধক স্থাপন করেন। এতে ওই রেলক্রসিং পারাপারের অপেক্ষায় শতাধিক মানুষ আটকে পড়ে জীবননাশের আশঙ্কার মধ্যে পড়েন। এ ঘটনার একটি ভিডিও শনিবার রাত হতে ফেসবুকে ছড়িয়ে পড়ে। এতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। বিষয়টি রেলওয়ে কর্তৃপক্ষের নজরে আসলে তারা গেটম্যান নাদের হোসেনকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেন। সেই সঙ্গে লালমনিরহাট রেলস্টেশনের সহকারী স্টেশনমাস্টার জামিল উদ্দিন আহমেদকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দায়িত্ব পালন করতে নিষেধ করা হয়েছে। আজ সোমবার লালমনিরহাট রেল বিভাগীয় দপ্তর এ নির্দেশ দিয়েছে।
একই ঘটনায় এক সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রেলওয়ে বিভাগীয় পরিবহন পরিদর্শক সহির উদ্দিনকে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
# ০১/০৮/২০২২, লালমনির হাট #