রক্তঘুম -নাজিমুদ্দীন শ্যামল
আমি তো ঘুমের মধ্যে তোমাদের এই
আস্তানায় এসে পড়লাম। ঘুমিয়েছিলাম
দুপুর বেলায়, এখন দেখি বেলা পড়ন্ত;
তারপর হলো কি…
সেটা এভাবে বলি…
আমি তোমাদের হয়ে তোমাদের মাঝে
খুব খাটা-খাটুনি করলাম তোমাদের জন্য;
সবাই বললে : আহা বেশ বেশ…
আমিও তোমাদের কথায়
খুব নাচলাম…
আহা বেশ বেশ…
তারপর মগডালে উঠলাম
তোমাদের মধ্যে মিথ্যুকের দল
ডাল ঝাঁকালে খুব।
তারপর…
আমাকে কানে ধরালে এক লম্পট মাতালকে দিয়ে;
আহা বেশ বেশ বলে সকলে যখন উলসিত
আমি অপমানে আহত।
কী আশ্চর্য, আমার রক্তঘুম ভাঙতে ভাঙতে
বিকেল গড়ালো…
নাজিমুদ্দীন শ্যামলঃ কবি ও সাংবাদিক