চলমান সংবাদ

প্রতারনার নতুন ফাঁদ

গতকাল একজন অভিভাবকের মোবাইলে একটি এসএম এস আসে,  তাতে লিখা ছিলা, “প্রিয় ছাত্র -ছাত্রী।(COVID-19) এর কারণে ৪২০০ টাকা অনুদান দেওয়া হচ্ছে। টাকা গ্রহনের জন্য নিচের,শিক্ষা বোর্ড এর নম্বরে যোগাযোগ করুন।মোবাঃ 01813888501 গোপন পিন 6969” উক্ত অভিভাবক কিছুক্ষন পর উক্ত নাম্বারে কল দেন। অপর প্রান্ত থেকে ফোন কল রিসিভ করে ফোন করার কারন জানতে চান। এসএমএস’র কথা বলতেই অপর প্রান্ত থেকে ছাত্রের নাম জিজ্ঞাসা করেন। উক্ত অভিভাবক এমনি একটি নাম বলেন। অপর প্রান্ত থেকে এবার অভিভাবকের নাম জিজ্ঞাসা করেন এবারও তিনি নিজের নাম গোপন রেখে অন্য আরেকটি নাম বলেন। এরপর তাকে জিজ্ঞাসা করা হয় ফোন বিকাশ করা  আছে কিনা? তিনি হ্যা বললে তাকে বলা হয় আপনার নাম্বারে একটি ম্যাসেজ যাবে। ওখানে চার ডিজিটের পিন নম্বর দিতে হবে। অতঃপর অভিভাবক ঐ ব্যক্তির নাম কী এবং তিনি বোর্ডের সচিব কে চিনেন কিনা জানতে চাইলে তখন ঐ ব্যক্তি বলেন চিনার কী দরকার? তারপরও একই প্রশ্ন করলে তখন ঐ অভিভাবককে বলা হয় আপনি পাবেন না এরপর তিনি ফোন কেটে দেন। জানা গেছে এধরনের এসএসএস  আরো অনেকের কাছে যাচ্ছে। প্রতারকেরা নতুন নতন ফাঁদ পেতে সহজ সরল অভিভাবকদের সাথে প্রতারনা করছে। এর সাথে বিকাশ অফিসের কেউ কেউ যুক্ত থাকতে পারে বলেও অভিযোগ রয়েছে। এধরনের এসএমএস বিশ্বাস না করে সরাসরি বিকাশ অথবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করার জন্য পরামর্শ দেয়া হয়েছে।

#  ০২/০৮/২০২২, চট্টগ্রাম #