সরকারের উদাসীনতায় আদিবাসীরা অস্তিত্ব সংকটে
চট্টগ্রামে জনসমাবেশে বক্তারা গতকাল ৯ আগস্ট ২০২২ রোজ মঙ্গলবার আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে বাংলাদেশ আদিবাসী ফোরাম, চট্টগ্রাম অঞ্চল কর্তৃক আয়োজিত সমাবেশ ও আলোচনা সভায় বক্তারা সরকারের উদাসীনতায় আদিবাসীরা অস্তিত্ব সংকটে রয়েছে বলে মন্তব্য করেন। চট্টগ্রাম মহানগরের চেরাগী মোড়ে সকাল ১০ ঘটিকায় শুরু হওয়া উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কবি ও সাংবাদিক আবুল মোমেন। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, চট্টগ্রামের সাধারণ সম্পাদক শরিফ চৌহান, কবি ও সাংবাদিক কামরুল হাসান বাদল, আবৃত্তি শিল্পী ও প্রমা’র সভাপতি রাশেদ হাসান, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, চট্টগ্রাম মহানগরের সভাপতি এডভোকেট নিতাই প্রসাদ ঘোষ, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সম্মানিত কাউন্সিলর নিলু নাগ প্রমুখ। আরো বক্তব্য দেন বাংলাদেশ আদিবাসী ফোরাম, ফটিকছড়ি উপজেলা শাখার দপ্তর সম্পাদক অনিক ত্রিপুরা ও মারমা যুব সমাজ, চট্টগ্রাম মহানগরের প্রতিষ্ঠাতা সদস্য সাচিং মারমা। কবি ও সাংবাদিক আবুল মোমেন উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে এই অনুষ্ঠান উদ্বোধন ঘোষণা করেন এবং রঁদেভূ শিল্পীগোষ্ঠী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিল্পীদের গণসংগীত, নৃত্য প্রদর্শনীর মাধ্যমে সকালের উদ্বোধনী পর্ব শুরু হয়। বাংলাদেশ আদিবাসী ফোরাম চট্টগ্রাম অঞ্চলের সদস্য রুমেন চাকমা সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক অন্তর চাকমা এবং জাতিসংঘ মহাসচিবের শুভেচ্ছাবার্তা পাঠ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাছেনহ্লা। উদ্বোধনী বক্তব্যে আবুল মোমেন মহোদয় বলেন, আমরা এমন এক সময়ে আদিবাসী দিবস পালন করছি যখন সরকার কর্তৃক এই ‘আদিবাসী’ শব্দটি ব্যবহারের বিধিনিষেধ দেওয়া হয়। কিন্তু আমরা মনে করি বাংলাদেশে অর্ধ শতাধিক আদিবাসী জনগোষ্ঠীর বসবাস রয়েছে। তাদের সামাজিক, নাগরিক ও সাংস্কৃতিক অধিকার অক্ষুন্ন রাখা আমাদের সকলেরই দায়িত্ব।আদিবাসীদের ভূমি ব্যবস্থা,ভূমির অধিকার নিশ্চিত করা সকল রাষ্ট্রেরই উচিত। এছাড়া তিনি আদিবাসীদের স্বকীয়তা, বৈচিত্র্য রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভার শেষে র্যালি হয় যা চেরাগী মোড় থেকে জামালখান হয়ে জে এম সেন হল এসে সমাপ্ত হয়। এরপর মূল আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা পর্ব অনুষ্ঠিত হয় ।
# ১০/০৮/২০২২, চট্টগ্রাম #