মেহেরুন্নেছা কি আদৌ তার পাওনা পাবে?
দীর্ঘ ৪ বছরেও পাওনা না পেয়ে পোশাক শ্রমিক মেহেরুন্নেছা গতকাল ২৩ আগস্ট পাওনা পরিশোধের জন্য চট্টগ্রাম প্রথম শ্রম আদালতে মামলা দায়ের করে। কিন্তু মামলার প্রথম শুনানির তারিখ পড়েছে ৮৩ দিন পর ১৩ নভেম্বর। অথচ শ্রম আইনের ধারা ২১৬ এর ১২ উপধারায় উল্লেখ আছে মামলা দায়ের ৬০ দিনের মধ্যে মামলা নিষ্পত্তি করতে হবে। দীর্ঘ ৮৩ দিন পড়ে মামলার শুনানির তারিখের কথা শুনে ভুক্তভোগী শ্রমিক ভীষণ হতাশ হয়ে পড়েছে। তার প্রশ্ন মামলার প্রথম শুনানি যদি ৮৩ দিন পরে হয় তাহলে মামলা নিষ্পত্তি হতে কতদিন লাগবে?
উল্লেখ্য মেহেরুন্নেছা সানম্যান গ্রুপের অধীনে শিরিনা গার্মেন্টস এ দীর্ঘ ১৪ বছর চাকরি করেছিল। ২০১৮ সালে অসুস্থ্য হলে সে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে হাসপাতালে ভর্তি হয়। সুস্থ্য হয়ে কাজে যোগ দিতে গেলে তাকে কাজে যোগদানে বাধা দেয়া হয় এবং জোর পূর্বক রিজাইন করানো হয়। কিন্তু শ্রম আইন অনুযায়ী তার চূড়ান্ত পাওনা ৩০ দিনের মধ্যে পরিশোধ করার নিয়ম থাকলেও দীর্ঘ ৪ বছরেও সে তার পাওনা পায়নি। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরেও সে অভিযোগ করেছিল। কিন্তু কোন ফল পায়নি। গতকাল তাই একান্ত বাধ্য হয়ে মামলা দায়ের করলেও আদৌ পাওনা পাবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।
# ২৪/০৮/২০২২, চট্টগ্রাম #