চট্টগ্রামে নার্স সেজে বেসরকারি মাতৃসদন হাসপাতাল থেকে নবজাতক চুরি
নগরীর একটি বেসরকারি মমতা মাতৃসদন ক্লিনিক থেকে একদিন বয়সী এক নবজাতক চুরির ঘটনা ঘটেছে। ক্লিনিকটির সিসিটিভি ফুটেজে নার্সের পোশাক পরিহিত এক নারীকে চুরি করতে দেখা গেছে। নবজাতক পরিবারের সঙ্গে ওই নারীকে ঘনিষ্ঠ থাকতে দেখে সন্দেহ করেনি ক্লিনিকের নিরাপত্তা কর্মীরা। পরে জানা যায়, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নার্স পরিচয়ে এসে টিকা দেয়ার নাম করে বাচ্চাটি চুরি করে ওই নারী। ঘটনার একদিন পার হলেও সোমবার (২৯ আগস্ট) দুপুর পর্যন্ত নবজাতকটি উদ্ধার করতে পারেনি পুলিশ। এর আগে রোববার (২৮ আগস্ট) নগরীর ইপিজেড থানার ৩৯ নম্বর ওয়ার্ড নেভী হাসপাতাল গেইটস্থ তাল তলা বন্দরটিলা মমতা মাতৃসদন ক্লিনিক থেকে নবজাতক চুরি হয়। ওই নবজাতক আনোয়ারা উপজেলার গহিরা এলাকার মো. শহিদ ও তাসমিন আক্তার দম্পতির সন্তান। ২৭ আগস্ট সিজার অপারেশনের মাধ্যমে বাচ্চাটির জন্ম হয়। শিশুটির মামা রায়হান উদ্দিন বলেন, নবজাতক শিশুটির সবকিছু স্বাভাবিক ছিল। রোববার দুপুর ৩টার দিকে নার্স পরিচয়ে অজ্ঞাত এক নারী ক্লিনিকে আসেন। এরপর টিকা দেওয়ার কথা বলে নবজাতককে নিয়ে হাসপাতালের নিচতলায় নিয়ে যান। নিখোঁজ হওয়া প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘ সময় ধরে বাচ্চাটি নিয়ে না আসায় আমরা নিচতলায় গিয়ে নার্স ও শিশুটির খোঁজ নিই। কিন্তু কাউকে হাসপাতালে পাওয়া যায়নি। অনেক খোঁজার পর সন্ধ্যার দিকে সিসিটিভি ফুটেজ দেখে নিশ্চিত হওয়া যায় নার্স পরিচয়ে ওই নারী নবজাতককে চুরি করে নিয়ে গেছে। নবজাতক নিখোঁজ হওয়া প্রসঙ্গে জানতে চেয়ে কথা বলা হয় মমতা মাতৃসদন ক্লিনিকের ব্যবস্থাপক মো. মোর্শেদের সঙ্গে। তিনি বলেন, রোববার দুপুরের দিকে অ্যাপ্রোন পড়ে এক মহিলা এসেছিলেন। তিনি নিজেকে চট্টগ্রাম মেডিকেল কলেজের নার্স পরিচয় দিয়ে রোগীর স্বজনদের টিকা দেয়ার কথা বলেন। এরপর সেই মহিলা ওই নবজাতকের দাদীর সঙ্গে কথা বলে চা খেয়েছেন। বাচ্চাকে টিকা দেয়ার কথা বলে নবজাতকের স্বজনসহ তারা দুজন নিচে নামেন। নিচে নেমে এই মহিলা বলেন, বাচ্চাটাকে আমাকে দেন। আপনি তো আর টিকা দিতে পারবেন না। আপনি একটা কাজ করেন, ৫০০ টাকার এই নোটটি ভাংতি করে নিয়ে আসেন। রোগীর স্বজন সরল মনে টাকা ভাংতি করতে গেলে ওই মহিলা বাচ্চাকে নিয়ে উধাও হয়ে যায়। বর্তমানে প্রশাসনের লোকজন এসেছে। তারাসহ সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেক করেছেন ওই মহিলাকে শনাক্ত করা সম্ভব হয়েছে। ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন, হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, নার্স সেজে এক নারী মমতা মাতৃসদন ক্লিনিক থেকে একদিন বয়সী নবজাতককে চুরি করেছে। আমরা ফুটেজ সংগ্রহ করেছি। ওই নারীকে আটক ও নবজাতককে উদ্ধারে অভিযান অব্যাহত আছে।
# ২৯.০৮.২০২২ চট্টগ্রাম #