চলমান সংবাদ

ব্রাজিলের প্রথম দফা নির্বাচনে বামপন্থী লুলা বিজয়ী

এখনো পর্যন্ত প্রাপ্ত ফলাফলে (৯৯.৯৫ শতংশ ভোটের হিসেবে)-
ব্রাজিলের রাষ্ট্রপতি নির্বাচনে প্রথম দফার ফলাফলে লুলা ডি সিলভা প্রায় ৫০ লক্ষ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।
লুলা পেয়েছেন ৪৮.৪২ শতাংশ তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মার্কিন মদদপুষ্ট রাষ্ট্রপতি বলসোনারো পেয়েছেন ৪৩.২১ শতাংশ ভোট।
লুল বলসোনারো থেকে ৫.২১ শতাংশ ভোট বেশি পেয়েছেন।
আগামী ৩০ অক্টোবর দ্বিতীয় দফা নির্বাচন অনুষ্ঠিত হবে।

# ০৩/১০/২০২২ #