চট্টগ্রামে খালপাড় থেকে নারীর লাশ উদ্ধার
চট্টগ্রাম নগরীতে খালের পাড় থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকালে নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার ৯ নম্বর সড়কে মহেশখালের পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ডবলমুরিং থানার ওসি সাখাওয়াত হোসেন বলেন, অনুমানিক ৪০ বছর বয়সী এক মহিলার মরদেহ উদ্ধার করা হয়েছে। শাড়ি পরিহিতা ওই নারীকে খালপাড়ে মৃত অবস্থায় দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। এখনও পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় পেতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি বলেন, স্থানীয় লোকজন কেউ মৃত নারীটিকে চিনতে পারছে না। সুরতহালে তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। আমাদের ধারণা জোয়ারের পানিতে লাশটি ভেসে এসেছে।
# ১৪.১০.২০২২ চট্টগ্রাম #