চটগ্রাম সংবাদ
চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচন সোমবার চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচন
সোমবার (১৭ অক্টোবর)। ৩০টি বুথে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ইভিএমে চলবে ভোটগ্রহণ। ১৫ উপজেলায় ১৫টি সাধারণ সদস্য পদে ৪৬ জন ও সংরক্ষিত ওয়ার্ডের ৫ পদে ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটাররা নির্বাচিত করবেন ১ জন চেয়ারম্যান, ১৫ জন সাধারণ ও ৫ জন সংরক্ষিত ওয়ার্ডের সদস্য। চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৭৩০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২০৯৩ ও মহিলা ভোটার সংখ্যা ৬৩৭ জন। এর মধ্যে ১৯১টি ইউনিয়ন পরিষদের ২৪৮৩ জন চেয়ারম্যান-মেম্বার। ১৯১ জন ইউপি চেয়ারম্যান ও ২২৯২ জন ইউপি সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের মেম্বার ভোট দিবেন। চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী এটিএম পেয়ারুল ইসলাম। তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী নারায়ণ রক্ষিত। এদিকে নির্বাচনে ৩ উপজেলা থেকে সাধারণ ওয়ার্ডের ৩ জন সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচিতরা হলেন- চট্টগ্রাম-১ (মীরসরাই) ওয়ার্ডে প্রদীপ রঞ্জন চক্রবর্তী, চট্টগ্রাম-৬ (রাউজান) ওয়ার্ডে কাজী আবদুল ওহাব, চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) ওয়ার্ডে আবুল কাশেম চিশতী। এই তিন ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ভোট হবে না। চেয়ারম্যান এবং সংরক্ষিত ওয়ার্ডে ভোট হবে। চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান জানান, সুষ্ঠুভাবে ভোটগ্রহণের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রতিটি কেন্দ্রে একাধিক ইভিএম প্রস্তত রাখা হয়েছে। কেন্দ্রে থাকবে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। চট্টগ্রাম জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন জানান, ১৫ উপজেলায় ভোটগ্রহণের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ভোটকেন্দ্রের গোপনীয়তা রক্ষায় সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। ১১০ জন ভোটগ্রহণ কর্মকর্তা রয়েছেন। ভোটগ্রহণের জন্য প্রতিটি উপজেলায় ১ জন প্রিসাইডিং কর্মকর্তা, ২ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও ৪ জন পোলিং কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। # ১৬.১০.২০২২ চট্টগ্রাম #
চট্টগ্রামের কর্ণফুলীতে অবৈধ সিএনজি স্টেশন ও স্থাপনা উচ্ছেদ
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কক্সবাজার মহাসড়কে মইজ্জারটেক এলাকায় গড়ে উঠা অবৈধ সিএনজি স্টেশন ও স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। রবিবার ( ১৬ অক্টোবর) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পিযূষ কুমার চৌধুরী অভিযান চালিয়ে এসব অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ করেন। এসময় সিএনজি অটোরিকশা ও অবৈধ দোকান মালিকদের অর্থদণ্ড করেন। জানা গেছে, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মইজ্জারটেক মোড়ে শতাধিক রেজিস্ট্রেশন ও ফিটনেসবিহীন সিএনজি স্ট্যান্ড গড়ে ওঠার কারণে এসব সিএনজি থেকে দৈনিক ভিত্তিতে টাকা আদায় করে স্থানীয় একটি সিন্ডিকেট। এছাড়া এসব স্ট্যান্ডকে কেন্দ্র করে রাস্তার উপরে অবৈধভাবে বিভিন্ন ধরনের দোকানপাট গড়ে উঠায় মহাসড়কজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। গাড়িগুলো মহাসড়কের পাশে যত্রতত্র রাখার কারণে চার লেনের রাস্তায় এক লেন সচল থাকে। ফলে চট্টগ্রাম-কক্সবাজারগামী শত শত যানবাহন দীর্ঘক্ষণ ধরে জ্যামে আটকা পড়ে। তাছাড়া দোকানপাটের সামনে সিএনজি পার্কিং করে রাখলে স্থানীয় সড়ক ও মহাসড়কের গাড়ি সাথে প্রায় ছোটখাটো সংঘর্ষের ঘটনা ঘটে। কর্ণফুলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পিযূষ কুমার চৌধুরী বলেন, মইজ্জারটেক মোড়ে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ এসব অবৈধ সিএনজি স্ট্যান্ড। নিয়ম না মেনে রাস্তার মাঝখানে গাড়ি ঘুরানোর কারণে আজকেও একটি দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছে। এসব কারণে অবৈধ এসব স্ট্যান্ড উচ্ছেদ করে চালকদের জরিমানার পাশাপাশি সতর্ক করা হয়েছে। এছাড়াও চালকদের এবং লাইনম্যানকে ডেকে সতর্ক করা হয়েছে। রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করে এভাবে কোনও যানবাহন রাখা হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। # ১৬.১০.২০২২ চট্টগ্রাম #