চট্টগ্রামে বিশ্ব মান দিবস উদযাপন
১৪ অক্টোবর ২০২২ খ্রিঃ বিশ্ব মান দিবস। প্রতি বছরের ন্যায় এ বছরও বিশ্বের সকল দেশে দিবসটি পালিত হয়। এবারের প্রতিপাদ্য ‘Shared Vision for a Better World-Standards for SDGs’ অর্থাৎ ‘সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে-মান’। বিএসটিআই প্রধান কার্যালয়সহ অন্যান্য অফিসের ন্যায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), আগ্রাবাদ, চট্টগ্রাম কর্তৃক দিবসটি উদযাপনের লক্ষ্যে সার্কিট হাউজ, চট্টগ্রামে ১৬ অক্টোবর ২০২২ খ্রিঃ তারিখ সকাল ১১.০০ ঘটিকায় এক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার জনাব মোঃ আশরাফ উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে জনাব বদিউল আলম, উপপরিচালক, স্থানীয় সরকার বিভাগ, জনাব মাহবুবুল আলম, প্রেসিডেন্ট, দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এবং জনাব এস এম নাজের হোসাইন, সভাপতি, কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), চট্টগ্রাম। এছাড়াও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাসহ বিশিষ্ট ব্যবসায়ী, শিল্প মালিক, সমাজ সেবকসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার জনাব মোঃ আশরাফ উদ্দিন বলেন ২০৪১ সালের মধ্যে উন্নত ও সমৃদ্ধ দেশ গড়ার জন্য সকলের সহযোগিতা প্রয়োজন। জনগণ ও ব্যবসায়ীদের নীতি-নৈতিকতা জাগ্রত করার তাগিদ দেন। বিএসটিআই চট্টগ্রামের অসমাপ্ত ১০ তলা বিল্ডিং এর কাজ দ্রুত সম্পন্ন করার জন্য সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন। মনের সাথে মানের সম্পর্ক অর্থাৎ ভালো মানের মানুষ ভাল পণ্য উৎপাদন করতে পারে। সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করার জন্য বিএসটিআইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
বিশেষ অতিথি জনাব বদিউল আলম, উপপরিচালক, স্থানীয় সরকার বিভাগ তাঁর বক্তব্যে গুণগত মানসম্পন্ন পণ্য উৎপাদনের জন্য ব্যবসায়ীদের প্রতি তাগিদ প্রদান করেন। এছাড়াও দাম ও মানের সমন্বয় থাকা উচিৎ। এমন মান প্রনয়ন করা উচিৎ যেন উৎপাদিত পণ্য নিন্ম আয়ের মানুষসহ সকলের সাধ্যের মধ্যে থাকে। ভেজাল এর বিরুদ্ধে সকলের নীতি নৈতিকতা, ধর্মীয় অনুশাসন বাড়ানোর তাগিদ দেন।
বিশেষ অতিথি জনাব মাহবুবুল আলম, প্রেসিডেন্ট, দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি তাঁর বক্তব্যে বিএসটিআই’র জনবল বৃদ্ধি, ল্যাব ফেসেলিটিস বাড়ানো এবং উন্নত ইন্সটুমেন্ট এর ব্যবস্থা করার তাগিদ দেন। রেন্ডমলি প্রোডাক্টস কালেকশন করে পণ্যের মান নিয়ন্ত্রণ, অনলাইনে ফি নেয়ার ব্যবস্থা গ্রহণ এবং ১০ তলা ভবনের কাজ সম্পন্ন করার জন্য জরুরী ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।
বিশেষ অতিথি জনাব এস এম নাজের হোসেন, সভাপতি, কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), চট্টগ্রাম তাঁর বক্তব্যে বলেন বাজারে সভা করে সকলকে মান সম্পর্কে সচেতন করতে হবে এবং আরও বেশি বাজার মনিটারিং এর পরামর্শ দেন।
এছাড়াও উক্ত আলোচনা সভায় জনাব নাসরিন আক্তার, সহকারী পরিচালক, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম, জনাব জয়নাল আবেদন (রানা), প্রযুক্তি বিষয়ক সম্পাদক, সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন, চট্টগ্রাম, জনাব ইকবাল বাহার (সাবেরী), সাধারণ সম্পাদক, ক্যাব, চট্টগ্রাম, আমানুল আলম, জিএম, বনফুল এন্ড কোং, চট্টগ্রাম, ফয়সাল আবদুল্লাহ আদনান, সভাপতি, চট্টগ্রাম ড্রিংকিং ওয়াটার ওনার্স এসোসিয়েশন, চট্টগ্রাম, ড. খন্দকার জাকির হোসেন, ডিজিএম, লুব রেফ বাংলাদেশ লিঃ, চট্টগ্রাম, সিনথিয়া রাহাত, সহকারী কোয়ালিটি ম্যানেজার, ইউনিলিভার বাংলাদেশ লিঃ, চট্টগ্রাম বক্তব্য প্রদান করেন।
সভার সভাপতি বিএসটিআই চট্টগ্রাম বিভাগীয় অফিসের পরিচালক প্রকৌঃ মোঃ নুরুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন পণ্যের মান প্রণয়ন বিএসটিআই’র মূল দায়িত্ব। পাশাপাশি সরকার কর্তৃক নির্ধারিত (২২৯টি পণ্য) পণ্যের মান নিয়ন্ত্রণ ও বিএসটিআই’র দায়িত্ব। এ পর্যন্ত প্রণীত ৪০৯৫টি মান অনুসরণ করে সংশ্লিষ্ট উদ্যোক্তা তার পণ্য উৎপাদন বা সেবা প্রদান করবেন এটাই মান সংস্থা বিএসটিআই’র প্রত্যাশা। তাছাড়া তিনি বিগত এক বছরের চট্টগ্রাম বিএসটিআই’র কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন।
সবশেষে সভার সভাপতির অনুমতিক্রমে জনাব দেবল কান্তি রায়, উপপরিচালক (রসায়ন) উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে সভার সমাপ্তি ঘোষণা করেন।
# ১৪/১০/২০২২, চট্টগ্রাম #