সড়ক কাটার চার্জ বাবদ চসিক’কে ৫ কোটি টাকা দিল চট্টগ্রাম ওয়াসা
নগরের বিভিন্ন সড়ক কাটার চার্জ বাবদ ৫ কোটি টাকা চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে দিয়েছে ওয়াসা। রোববার (১৬ অক্টোবর) নগর ভবনে মেয়রের দফতরে মেয়র রেজাউল করিম চৌধুরী হাতে চেক তুলে দেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী একেএম ফজলুল্লাহ।
এসময় মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, চট্টগ্রাম ওয়াসা নগরীতে স্যুয়ারেজ প্রকল্প পেইজ ২ বাস্তুবায়নে যে পরিকল্পনা গ্রহণ করেছে চসিকের তাতে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে। তিনি বলেন, ওয়াসা কর্তৃপক্ষ নগরের পানির চাহিদা পূরণে অনেকগুলো প্রকল্প বাস্তবায়ন করছে। তারপরও অনেক এলাকার জনসাধারণ এখনো বিশুদ্ধ পানি থেকে বঞ্চিত রয়েছে। বিষয়টিকে গুরুত্ব দিয়ে চট্টগ্রাম ওয়াসা দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন।
ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহ কারিগরি ত্রুটি ও পরিক্ষা-নিরীক্ষা পর আগামী বছরের প্রথম দিকে চট্টগ্রাম নগরে পানি সরবরাহের কোন সমস্যা হবে না বলে মেয়রকে আশ্বাস দেন।
এ সময় প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দিন, কাউন্সিলর আবদুস সালাম মাসুম, শাহেদ ইকবাল বাবু, আবুল হাসনাত মো. বেলাল, পুলক খাস্তগীর, মো. সফিকুল ইসলাম, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আরিফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
# ১৬.১০.২০২২ চট্টগ্রাম #