চলমান সংবাদ

২৫ তলা বিল্ডিং ভেঙ্গে কী করতে চায় মেরিডিয়ান কর্তৃপক্ষ?

 

মেরিডিয়ান হসপিটালিটি নামের বিল্ডিংটি ২৫ তলা হয়ে যাবার পর ৬ মাস যাবৎ বিল্ডিং ভিতরে ব্যাপক ভাংচুর চলতেছে

চট্টগ্রামে দামপাড়া পুলিশ লাইনের ঠিক পূর্ব পাশে এবং বাংলাদেশ মহিলা সমিতি উচ্চ বিদ্যালয়ের দক্ষিণে অবস্থিত ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে মেরিডিয়ান হসপিটালিটি লিঃ ইতিমধ্যে ২৫ তলা বিল্ডিং এর সম্পূর্ণ অবকাঠামো হয়ে যাবার পর বিগত ৬ মাস ধরে ভিতরে ব্যাপকভাবে ভাংচুর করা হচ্ছে। বিল্ডিং ভাঙ্গার  ফলে উৎপন্ন রাবিশের কারণে বাতাসে প্রচুর ধূলাবালি যুক্ত হয়ে এলাকার পরিবেশ নষ্ট করছে। এতে শিশু এবং বৃদ্ধরা বেশি সমস্যার সম্মুখীন হচ্ছে। তাদের বেশির ভাগ প্রায়শঃ  সর্দি-কাশিজিনিত রোগে আক্রান্ত হচ্ছে। এব্যাপারে মেরিডিয়ান কর্তৃপক্ষের নিকট এলাকাবাসির পক্ষ থেকে বেশ কয়েকবার অভিযোগ প্রদান করা হলেও কোন প্রতিকার পাওয়া যাচ্ছেনা। গতকাল ২১ অক্টোবর কাজ চলাকালীন বিন্ডিং এর একটি বীম ভেঙ্গে নীচে পড়ে গেলে এলাকার মাটি সহ কেঁপে উঠে। এতে এলেকার মধ্যে ভিতিকর পরিবেশ সৃষ্টি হয়।

এতবড় একটা উঁচু ভবন নির্মান কাজের প্রায় শেষ পর্যায়ে এসে এভাবে ভাংচুর করা যায় কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে। সবার প্রশ্ন এখানে যদি কোন দুর্ঘটনা ঘটে তাহলে দায় কে নেবে? এব্যাপারে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।

ভাংচুরে নিয়োজিত নির্মান শ্রমিকদের জন্য নেই কোন নিরাপত্তামূলক ব্যবস্থা

তাছাড়া বিল্ডিং ভাঙ্গার কাজে নিয়োজিত নির্মান শ্রমিকদের জন্য নেয়া হয়নি কোন নিরাপত্তামূলক ব্যবস্থা। এত উঁচু ভবনে কাজ করার কারণে শ্রমিকেরা কোন দুর্ঘটনার শিকার হলে নিশ্চিত মৃত্যু অথবা পঙ্গু হয়ে যাওয়ার যথেষ্ট আশংকা রয়েছে বলে সংশ্লিষ্ট মহলের অভিমত।

শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে নিয়োজিত কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। তাদের পক্ষ থেকেও কোন পদক্ষেপ পরিলক্ষিত হচ্ছেনা।

আরও পড়ুনঃ মেরিডিয়ান হসপিটালিটি কর্তৃপক্ষের স্বেচ্ছাচারিতায় অতিষ্ট দামপাড়াবাসি

# ২২/১০/২০২২, চট্টগ্রাম #