অতীতচারী -নাহিদ ফারজানা

মেঘের সঙ্গে মেঘ জুড়ে হয় ছবি
আঁকিয়ে কে ?
কে জানে!
মনে হয় অতিরিক্ত জল রঙ
ছলকে পড়ছে একে অন্যের গায়ে।
আলো আঁধার
মিলেমিশে একাকার,
খেলা করে ছায়া নিয়ে।
কায়া রা বিন্দু হতে হতে হারিয়ে যায়।
রুদ্রপলাশ সংসারে
অকারণ ফিরে ফিরে চাওয়া,
সোনার কাঠি ,রূপার কাঠি , যাদুপেন্সিল
আর পক্ষীরাজে সাতসমুদ্দুর তেরো নদী পার,
মেঘের ভেলায় ভেসে ভেসে চলা।
স্বপ্নের ছেলে বেলা।
# আটলান্টা, জর্জিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র।