শ্রমিকনেতা ইফতেখার কামাল খানের মায়ের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক
গতকাল রাত ২টায় বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র কেন্দ্রীয় কমিটির সদস্য চট্টগ্রাম জেলা কমিটির যুগ্ম সম্পাদক ইফতেখার কামাল খানের মাতা ৭৭ বছর বয়সে মৃত্যুবরণ করেছে। (ইন্না লিল্লাহে অয়া ইন্না ইলাহে রাজেউন)। শ্রমিকনেতা ইফতেখার কামাল খানের মায়ের মৃত্যুতে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র কেন্দ্রীয় কমিটির সহসভাপতি চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তপন দত্ত, বেসরকারী স্বাস্থ্য প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়নের সভাপতি আব্দুর রহিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজান,চট্টগ্রাম জেলা ও মহানগর কমিউনিটি সেন্টার ও ডেকোরেটার্স শ্রমিক ইউনিয়নের সভাপতি তফাজ্জল হোসেন এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ পারভেজ, হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ হানিফ ও সাধারণ সম্পাদক নূর আলম, ইমারত নির্মান শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) বায়েজিদ থানার সভাপতি মোহাম্মদ আশরাফ এবং সাধারণ সম্পাদক মহিন উদ্দিন এবং চা শ্রমিক ইউনিয়নের নেতা প্রদীপ দাশ এক যুক্ত বিবৃতিতে শোক প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন।
# ২৭/০৫/২০২৩, চট্টগ্রাম