চলমান সংবাদ

জাহাজ ভাঙা শিল্পে স্থানীয় এলাকাভিত্তিক সেফটি কমিটি গঠনকল্পে এক আলোচনাসভা অনুষ্ঠিত

জাহাজ ভাঙা শিল্পে স্থানীয় এলাকাভিত্তিক সেফটি কমিটি গঠনকল্পে এক আলোচনাসভায় বক্তব্য রাখছেন এ এম নাজিম উদ্দিন

‘গ্রীন ডেভেলপমেন্ট, জাষ্ট ট্রানজিশন এন্ড ডিসেন্ট ওয়ার্ক ইন বাংলাদেশ’ শীর্ষক প্রকল্প বাস্তবায়নে ডেনিস ট্রেড ইউনিয়ন ডেভেলপমেন্ট এজেন্সি- ডিটিডিএ’র সহযোগিতায় এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ-বিলস উদ্যোগে জাহাজ ভাঙা শিল্পে স্থানীয় এলাকাভিত্তিক সেফটি কমিটি গঠনকল্পে এক আলোচনাসভা বিগত ৫ আগস্ট  দুপুর ২টায় স্থানীয় হোটেল প্যারামাউন্ট ইন্টারন্যশনাল এ অনুষ্ঠিত হয়|

জাহাজ ভাঙা শ্রমিক ট্রেড ইউনিয়ন ফোরামের  যুগ্মআহ্বায়ক মু. শফর আলীর সভাপতিত্বে এবং বিলস-ডিটিডিএ প্রকল্পের কর্মকর্তা ফজলুল কবির মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় স্বাগত বক্তব্য রাখেন ফোরামের যুগ্ম আহ্বায়ক এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি শ্রমিকনেতা এ এম নাজিম উদ্দিন এবং অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগ পাহাড়তলি আঞ্চলিক কমিটির সভাপতি শফি বাঙালি, বাংলাদেশ মুক্ত শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম জেলা সভাপতি কাজি আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক নুরুল আবসার, জাতীয়তাবাদী শ্রমিক দলের শ ম জামাল,  বাংলাদেশ লেবার ফেডারেশন চট্টগ্রাম জেলার সভাপতি রবিউল হক শিমুল, বিএফটিইউসি চট্টগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক কে এম শহিদুল্লাহ, টিইউসি নেতা মানিক মন্ডল প্রমুখ শ্রমিক নেতৃবৃন্দ।

সভায় সর্বসম্মতিক্রমে সেফটি কমিটি গঠনকল্পে নিম্নোক্ত সিদ্ধান্ত গৃহীত হয়ঃ

১) ২১ সদস্য বিশিষ্ট সেফটি কমিটি গঠন করা হবে।

২) কমিটির স্ট্রাকচার হবেঃ

ক) আহ্বায়ক

খ) যুগ্ম আহ্বায়ক (২/৩/৪) জন

গ) বাকীরা সবাই সদস্য

৩) জাহাজ ভাঙা শিল্পে বিভিন্ন রেজিস্টার্ড বেসিক ইউনিয়ন হতে একজন করে প্রতিনিধি এবং যে সকল জাতীয় ফেডারেশনের রেজিস্টার্ড ইউনিয়ন নাই কিন্তু সেক্টরে কার্যক্রম আছে তাদের প্রত্যকের থেকে একজন করে প্রতিনিধি নিয়ে সেফটি কমিটি গঠন করা হবে।

৪) ফোরামের আহ্বায়ক এবং যুগ্ম আহবায়কদ্বয়সহ জাহাজ ভাঙা শিল্পে সক্রিয় জাতীয় ফেডারেশন গুলো হতে প্রতিনিধি, শ্রমজীবী মানুষের প্রতি সহানুভূতিশীল এলাকার প্রভাবশালি ব্যক্তিবর্গ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের নিয়ে একটি উপদেষ্টা কমিটি গঠন করা হবে।

৫) সেফটি কমিটির কার্যক্রম অবশ্যই ফোরামের কাছে দায়বদ্ধ থাকবে এবং কোনভাবেই ট্রেড ইউনিয়ন কার্যক্রমের সাথে সাংঘর্ষিক কোন কিছু করা যাবে না।

৬) ফোরামের মূল নেতাদের সাথে আলোচনা করে পরবর্তী সভার তারিখ নির্ধারন করা হবে।