চলমান সংবাদ

শেরপুরে দুই হাজার সাতশ’ জন প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি পাচ্ছে

শেরপুর, ১৬ আগস্ট ২০২৩ (বাসস): জেলার পাঁচটি উপজেলা ও চারটি পৌরসভায় ২০২৩-২৪ অর্থবছরে মোট দুইহাজার সাতশ’ প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তির আওতায় এসেছে।জেলায় সমাজকল্যাণ অধিদপ্তরের উপ-পরিচালক এটিএম আমিনুল ইসলাম জানান, ২০২৩-২৪ অর্থবছরে জেলার ৫টি উপজেলা ও ৪টি পৌরসভায় মোট দুইহাজার সাতশ’ জন প্রতিবন্ধীর শিক্ষা উপবৃত্তি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এদের মধ্যে সদরে দুইশ’ পাঁচজন, নকলায় দুইশ’ ৩৪ জন, নালিতাবাড়ীতে একশ’ ৭০ জন, ঝিনাইগাতীতে একশ’ ২৩ জন ও শ্রীবরদীতে তিনশ’ চারজন এবং চারটি পৌরসভার ইউসিডি একহাজার ছয়শ’ ৬৪ জনকে শিক্ষা উপবৃত্তি ও সামাজিক নিরাপত্তা পাচ্ছে।
তিনি আরও জানান, উপবৃত্তিভোগীরা মোবাইল ও এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে প্রতি তিনমাস পর পর শ্রেণিভেদে মাসে সাতশ’ ৫০ টাকা থেকে একহাজার তিনশত টাকা পর্যন্ত বৃত্তি পাচ্ছে। এতে তাদের পরিবার অর্থনৈতিকভাবে উপকৃত হচ্ছেন।
শেরপুর পৌরসভার মেয়র গোলাম কিবরিয়া লিটন জানান, স্বচ্ছভাবে প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি প্রদানের লক্ষ্যে পৌর কাউন্সিলরদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির সিদ্ধান্ত অনুযায়ি প্রতিবন্ধীদের শিক্ষা উপবৃত্তি প্রদান করা হচ্ছে।