চলমান সংবাদ

ইনসাব পাঁচলাইশ থানা নব নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত

ইনসাব পাঁচলাইশ থানা নব নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখছেন টিইউসি চট্টগ্রাম জেলার সভাপতি তপন দত্ত

গতকাল বিকাল ৪টায় চট্টগ্রাম বনগবেষণাগার পিলখানা মসজিদ প্রাঙ্গণে ইমারত নির্মান শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) এর নবনির্বাচিত পাঁচলাইশ থানা কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। পাচলাইশ থানা কমিটির সভাপতি মোঃ মোস্তাফা শেখের সভাপতিত্বে  অনুষ্ঠিত উক্ত অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তপন দত্ত, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহ্বাজ শেখ সরওয়ার্দী, অন্যন্যের মধ্যে বক্তব্য প্রদান করেন টিইউসি কেন্দ্রীয় কিমিটির সংগঠক শ্রমিকনেতা ফজলুল কবির মিন্টু, বেসরকারী স্বাস্থ্য প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়নের সভাপতি আব্দুর রহিম, নব নির্বাচিত পাঁচলাইশ থানা কমিটির সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, ইমারত নির্মান শ্রমিকনেতা বায়েজিদ থানা কমিটির সভাপতি আশ্রাফ আলী, হালিশর থানা কমিটির সাধারণ সাধারণ সম্পাদক মোঃ হানিফ, পাহাড়তলি থানা কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরু, সদর ঘাট থানা কমিটির সাধারণ সম্পাদক আব্বাস ফরাজি, বায়েজিদ থানা কমিটির কার্যকরী সভাপতি মোঃ ফিরোজ, আব্দুল হালিম।

ইমারত শ্রমিকনেতা ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের বায়েজিদ থানা কমিটির সাধারণ সম্পাদক মহিন উদ্দিন।

সভায় প্রধান অতিথি তপন দত্ত বলেন, বাংলাদেশে প্রায় ৫০ লক্ষ নির্মান শ্রমিক রয়েছে। যদি প্রত্যকের পরিবারের সদস্য সংখ্যা ৪ জন হয় তাহলে প্রায় ২ কোটি মানুষ নির্মান শ্রমিকদের আয়ের উপর নির্ভরশীল। যা বাংলাদেশের মোট জনসংখ্যার এক অষ্টমাংশ। সুতরাং ৫০ লক্ষ নির্মান শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের অভুক্ত রেখে বাংলাদেশের বর্তমান উন্নয়ন যাত্রা টেকসই হবে না। তিনি আরো বলেন, দেশে অনেক বড় বড় ডেভেলপার কোম্পানী গড়ে উঠলেও

সেই প্রতিষ্ঠানগুলোতে কর্মরত নির্মান শ্রমিকেরা আজও প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পাচ্ছেনা।  এটা কোনভাবেই গ্রহণযোগ্য হতে পারেনা। তিনি এ ধরণের বেআইনি কার্যক্রমের বিরুদ্ধে নির্মান শ্রমিকদের সংগঠিত হয়ে দুর্বার সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে নবনির্বাচিত কমিটিকে ফুল দিয়ে বরণ করে নেন প্রধান অতিথি তপন দত্ত এবং বিশেষ অতিথি আলহ্বাজ শেখ সরওয়ার্দী।

# ০৯/১০/২০২৩, চট্টগ্রাম