চট্টগ্রামে ছিনতাইয়ের অভিযোগে ভাই-বোন গ্রেফতার
চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় ছিনতাইয়ের ঘটনায় দুই ভাই-বোনকে গ্রেফতার করেছে পুলিশ।
তারা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার বিটঘর ইউনিয়নের মৃত শামসুল হকের ছেলে মো. আলাউদ্দীন (২৩) ও আলাউদ্দিনের বোন জাহেদা বেগম (৩৫)।
মঙ্গলবার (১০ অক্টোবর) গণমাধ্যমকে বিষয়টি জানান কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর।
ওসি বলেন, গত ১৭ সেপ্টেম্বর সন্ধ্যায় রিকশা করে ফেরার সময় আন্দরকিল্লা এলাকায় রেশমী রায় নামে এক নারীর সোনার চেইন ছিনিয়ে নেয় দুই ছিনতাইকারী। এ ঘটনায় মামলা হয়। পরে ঘটনা জড়িত এক কিশোরকে গ্রেফতার করা হয়। তার স্বীকারোক্তি মোতাবেক ব্রাহ্মণবাড়ির নবীনগর এলাকা থেকে আলাউদ্দিনকে গ্রেফতার করা হয়। তারা দুইজন মিলে ছিনতাইয়ের ঘটনা ঘটায়। পরে আলাউদ্দিনের স্বীকারোক্তি মোতাবেক নগরীর কদমতলী এলাকা থেকে আলাউদ্দিনের বোন জাহেদা বেগমকে গ্রেফতার করা হয়। পাশাপাশি তার হেফাজত থেকে ছিনিয়ে নেওয়া সোনার চেইন উদ্ধার করা হয়।
মূলত আলাউদ্দিন তার সহযোগী ছিনতাইকারীদের নিয়ে পথচারীদের সোনার চেইন, মোবাইল, মূল্যবান জিনিসপত্র ছিনতাই করতো। এসব জিনিস জাহেদা বেগম নিজের ব্যবহারের কথা বলে শহরের বিভিন্ন জায়গায় বিক্রি করতেন।
# ১১/১০/২০২৩, চট্টগ্রাম