ত্রি পক্ষীয় পরামর্শ উপেক্ষা করে শ্রম আইন সংশোধনী অনুমোদন করায় শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ—স্কপ এর নিন্দা
শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ — স্কপ এর এক সভা থেকে ত্রি পক্ষীয় পরামর্শ সভায় আলোচনা ও অনুমোদন না নিয়ে মন্ত্রী পরিষদে শ্রম আইন সংশোধনী পাশ করায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়েছে। গতকাল ১০ অক্টোবর ২০২৩, বিকাল ৪ টায়, স্কপ কার্যালয়ে স্কপ কেন্দ্রীয় পরিচালনা পরিষদের এই সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভার সিদ্ধান্ত অনুযায়ী যুগ্ম—সমন্বয়কারি শাহ মোহাম্মদ আবু জাফর এবং নুরুল আমিন স্কপের পক্ষ থেকে সংবাদ মাধ্যমে প্রকাশের উদ্দেশ্যে প্রেরিত এক বিবৃতিতে টিসিসি কে উপেক্ষা করার এই প্রক্রিয়াকে উদ্বেগজনক আখ্যা দিয়ে বলেছেন, এর ফলে শ্রম আইনসহ শ্রম সংক্রান্ত নীতিগত বিষয় অনুমোদন করার আইনি প্রক্রিয়াকে লঙ্ঘন করা হলো, যা ভবিষ্যতের জন্য একটি খারাপ উদাহরণ হয়ে থাকলো। স্কপের নেতৃবৃন্দ বলেন, এই ঘটনা, শ্রম আইন সংশোধনের দীর্ঘ প্রক্রিয়ায় শ্রমিক সংগঠন সমুহের প্রস্তাব, মালিকপক্ষ ও সরকারের পক্ষ থেকে দেয়া প্রস্তাবগুলো নিয়ে যে পর্যালোচনা করা হয়েছিল এবং তার ভিত্তিতে শ্রম আইনের গণতান্ত্রিক সংশোধনীর যে উদ্যোগ নেয়া হয়েছিল তাকে সম্পূর্ণ উপেক্ষা করার সামিল। নেতৃবৃন্দ অবিলম্বে এই অনুমোদন প্রত্যাহার করে আলোচনার জন্য সরকারের প্রতি আহবান জানান।
# ১২/১০/২০২৩, ঢাকা