চলমান সংবাদ

জাতীয় নিম্নতম মজুরী ২৩ হাজার টাকা নির্ধারণ, অত্যাবশ্যকীয় পরিষেবা বিল বাতিলসহ স্কপ এর ৯ দফা দাবি অবিলম্বে মেনে নেয়ার আহ্বান

স্কপের সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল

আজ (১৪ অক্টোবর ২০২৩ইং) শনিবার সকাল ১০ টায় চট্টগ্রাম প্রেসক্লাব প্রাঙ্গনে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ, স্কপ কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে স্কপ এর ৯ দফা দাবিতে  চট্টগ্রাম স্কপ এর উদ্যোগে চট্টগ্রাম প্রেস ক্লাব প্রাঙ্গনে শ্রমিক সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম স্কপ এর সমন্বয়ক, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রাম জেলার সভাপতি, বর্ষীয়ান শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা তপন দত্তের সভাপতিত্বে ও বিএলএফ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রবিউল হক শিমুলের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সমাবেশে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন স্কপ এর অন্যতম নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল বিভাগীয় কমিটির সভাপতি এ এম নাজিম উদ্দিন, ট্রেড ইউনিয়ন সংঘ ও নৌ যান শ্রমিক ফেডারেশনের মোহাম্মদ খোরশেদ আলম, বাংলাদেশ ফ্রি ট্রেড ইউনিয়ন কংগ্রেস এর সাধারণ সম্পাদক কে.এম শহীদুল্লাহ, জাতীয় শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক জাহিদ উদ্দিন শাহীন, জাতীয় শ্রমিক জোটের আহ্বায়ক মমিনুল ইসলাম, বাংলাদেশ মুক্ত শ্রমিক ফেডারেশনের নাজমা আক্তার, বিএলএফ চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক আবু আহম্মদ মিয়া,ট্রেড ইউনিয়ন সংঘ চট্টগ্রাম মহানগরের যুগ্ম আহ্বায়ক এডভোকেট ইমরান হোসেন।
নেতৃবৃন্দ  অস্বাভাবিক মুদ্রাস্ফীতি এবং নিত্য পন্যের মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে শ্রমিকদের নিম্নতম জীবনমান রক্ষায় জাতীয় ন্যুনতম মজুরী ২৩ হাজার টাকা নির্ধারণ, শ্রম আইন সংশোধনের চলমান প্রক্রিয়ায় স্কপ দাখিলকৃত সংশোধনী মেনে নেয়া, ত্রিপক্ষীয় পরামর্শক কমিটিকে পাশ কাটিয়ে শ্রম আইন সংশোধন এর উদ্যোগ বাতিল এবং অত্যাবশ্যকীয় পরিষেবা বিল বাতিলসহ  ৯ দফা দাবি অবিলম্বে মেনে নেয়ার দাবি জানান।
নেতৃবৃন্দ বেসরকারী সেক্টরের শ্রমিক কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ডের লভ্যাংশের উপর ২৭.৫% কর আরোপ করা, সিন্ডিকেটের মাধ্যমে গরীব মেহনতী মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস তথা তেল, পিঁয়াজ, মরিচ, ডিম ইত্যাদি সিন্ডিকেট এর মাধ্যমে লাফিয়ে লাফিয়ে দাম বাড়ানো, বে-আইনীভাবে শ্রমিক ছাঁটাই ও নির্যাতনের তীব্র নিন্দা জানান।

সভায় নেতৃবৃন্দ বাজার মূল্য নিয়ন্ত্রনে এবং সিন্ডিকেটকারীদের একক আধিপত্য প্রতিহত করতে শ্রমিক কৃষক মেহনতী মানুষের জন্য অবিলম্বে রেশনিং প্রথা চালুর দাবি জানান।
সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল প্রেস ক্লাব থেকে চেরাগী মোড় হয়ে আন্দরকিল্লা মোড়ে সমাবেশের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করেন।
# ১৪/১০/২০২৩, চট্টগ্রাম