চলমান সংবাদ

জীবাশ্ম জ্বালানি-ভূয়া প্রযুক্তিতে জেরা’র বিনিয়োগ বন্ধের দাবিতে কক্সবাজারে সমাবেশ


আগামী প্রজন্ম ও পৃথিবী বাঁচাতে জাপানী কোম্পানী জেরাকে জীবাশ্ম জ্বালানি ও ভূয়া প্রযুক্তিতে  প্রযুুক্তিতে  বিনিয়োগ বন্ধ করার আহ্বানে কক্সবাজারের মহেশখালীতে  সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জাপানের দুই জ্বালানি সংস্থা টোকিও ইলেকট্রিক কোম্পানি (টেপকো) ও চুব ইলেকট্রিক পাওয়ার কোম্পানি(চেপকো)-এর সমান অংশীদারিত্বে ২০১৫ সালে জেরা প্রতিষ্ঠিত হয়। জেরা’র জীবাশ্ম জ্বালানি খাতে ও ভূয়া প্রযুক্তিতে বিনিয়োগে বাংলাদেশ পরিবেশগত ও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। এই বিনিয়োগ আমাদের জীবনকে ধ্বংস করছে, পরনির্ভশীলতা বাড়িয়ে তুলছে।

সোমবার সকালে মহেশখালীতে উপকূলীয় জীবনযাত্রা ও পরিবেশ কর্মজোট (ক্লিন), সংশপ্তক  ও বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন ইকোলোজি এন্ড ডেভেলপমেন্ট (বি ডব্লিউ জি ই ডি)’র উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা এ সব কথা বলেন।মহেশখালী সুরক্ষা কমিটির সেক্রেটারী মৌলানা মহসিন এর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উন্নয়ন সংগঠক আবু আলম, রফিকুল ইসলাম। এতে স্থানীয়  জনগোষ্ঠীর বিভিন্ন সংগঠনের উন্নয়ন কর্মীরাও উপস্থিত ছিলেন।