চলমান সংবাদ

বিএনপি-পুলিশ সংঘর্ষে রণক্ষেত্র ঢাকা, প্রতিবাদে রোববার হরতাল

ঢাকা ছিল রণক্ষেত্র৷ মুখোমুখি সংঘর্ষে পুলিশ ও বিএনপি৷ প্রাণ গেল এক পুলিশ সদস্যের৷ আহত ১৫ সাংবাদিক৷ পণ্ড মহাসমাবেশ৷ প্রতিবাদে রোববার হরতাল৷

দীর্ঘদিন শান্তিপূর্ণ কর্মসূচি চলার পর হঠাৎ করেই উত্তাপ ছড়িয়েছে রাজধানী ঢাকার রাজপথে৷ শনিবার মহাসমাবেশ শুরুর আগেই পুলিশের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েন বিএনপির কর্মীরা৷

এর জের ধরে বিএনপির মহাসমাবেশ অনেকটাই পণ্ড হয়ে যায়৷ বিএনপি কর্মীরা প্রধান বিচারপতির বাড়ি, রাজারবাগ পুলিশ হাসপাতাল, পুলিশ বক্সে হামলা চালায়৷ বেশ কয়েকটি বাস ও অ্যাম্বুলেন্সে আগুন ধরিয়ে দেয়৷

পুলিশও বিএনপি নেতা-কর্মীর উপর লাঠিচার্জ, কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে৷ সংঘর্ষের মধ্যে বেধড়ক পিটুনির শিকার হয়ে একজন পুলিশ সদস্য মারা গেছেন৷ আহত হয়েছেন বিএনপির বিপুলসংখ্যক কর্মী৷ প্রতিবাদে রোববার সারাদেশে হরতাল ডেকেছে দলটি৷

Bangladesch Dhaka | Unruhen
মহাসমাবেশ পণ্ড করে দেয়ায় রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি

বেলা সাড়ে ১২টার দিকে কাকরাইল মসজিদের সামনে ঘটনার সূত্রপাত৷ ওই পথ ধরে আওয়ামী লীগ কর্মীদের একটি বাস যাওয়ার সময় বাসের জানালায় ইট এসে পড়ে৷ তখন আওয়ামী লীগের কর্মীরা দ্রুত বাস থেকে নেমে ছত্রভঙ্গ হয়ে যান৷ এর মধ্যে বিএনপির একটি মিছিল থেকে বাসে ভাঙচুর করা হয়৷ এ সময় পুলিশ এগিয়ে গেলে সংঘর্ষের শুরু হয়৷

পুলিশ বিএনপির নেতা-কর্মীদের ধাওয়া দিতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে৷ এরপর সংঘাত একটু করে বাড়তে থাকে৷ তখন বিএনপি নেতা-কর্মীরা পাশেই প্রধান বিচারপতির বাড়ির ফটকে হামলা চালায়৷ তারা বাড়ির নামফলক ভেঙে ফেলেন৷ গেটেও ভাঙচুর করেন৷

বেলা একটার কিছু আগে সংঘর্ষের ছড়িয়ে পড়ে কাকরাইল মোড়ের দিকেও৷ পুলিশের কাঁদানে গ্যাসের জবাবে বিএনপি কর্মীরাও ইটপাটকেল নিক্ষেপ করেন৷ বেশ কয়েকজন বিএনপি কর্মীকে পুলিশের ছোড়া কাঁদানে গ্যাসের শেল তুলে উল্টো পুলিশের দিকে ছুড়ে মারতে দেখা যায়৷ কাকরাইল মোড়ে একটি ট্রাফিক পুলিশ বক্সে বেলা সোয়া একটার দিকে আগুন দেওয়া হয়৷

ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ভবনে রাখা গাড়িতে আগুন দেওয়ার ঘটনাও ঘটে৷ কিছুক্ষণের ম

সংঘর্ষের এক পর্যায়ে রাজধানীর রাজারবাগ পুলিশ হাসপাতালে আগুন দেওয়া হয়৷ পুলিশ বলছে, বিএনপির নেতা-কর্মীরা হাসপাতালে আগুন দিয়েছে৷

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ফারুক হোসেন বলেন, রাজারবাগের পুলিশ হাসপাতালে আগুন দিয়েছেন বিএনপির নেতা-কর্মীরা৷ সেখানে তারা দুটি অ্যাম্বুলেন্সে আগুন ধরিয়ে দেয়।

বেলা আড়াইটার দিকে পুলিশি বাধার মুখে বিএনপির নয়াপল্টনের সমাবেশ পণ্ড হয়ে যায়৷ সমাবেশ শেষ হওয়ার আগে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার হরতালের ঘোষণা দেন৷ ধাওয়া খেয়ে নেতা-কর্মীরা চারদিকে ছড়িয়ে পড়েন৷

পরে নয়াপল্টন এবং রাজধানীর অন্যান্য স্থানে বিএনপি-পুলিশের সংঘর্ষ ছড়িয়ে পড়ে৷ এসব ঘটনায় বিএনপির বহু নেতা-কর্মীর পাশাপাশি পুলিশ ও সাংবাদিকেরা আহত হয়েছেন৷

পুলিশ দাবি করেছে, তাদের ৪১ জন সদস্য আহত হয়েছেন৷

আহত হয়েছেন অন্তত ১৫ সাংবাদিক

সংঘর্ষের খবর সংগ্রহ করতে গিয়ে অন্তত ১৫ জন সাংবাদিক আহত হয়েছেন৷ দৈনিক বাংলা মোড়ে ফেসবুকে লাইভ করতে বিএনপির কর্মীদের হামলার শিকার হন ইত্তেফাক মাল্টিমিডিয়ার রিপোর্টার তানভীর আহমেদ৷ দুপুর ১ টার দিকে কাকরাইল তাবলীগ মসজিদ মোড়ে প্রধান বিচারপতির বাসভবনের সামনে লাইভ করতে গিয়ে বিএনপির নেতা-কর্মীদের হামলার শিকার হন ইত্তেফাকের আরেক মাল্টিমিডিয়া রিপোর্টার শেখ নাছের৷

এছাড়া সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন ঢাকা টাইমসের প্রতিবেদক সিরাজুম সালেকীন৷ তার একটি পা ভেঙ্গে গেছে৷ তাকে চিকিৎসার জন্য জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়েছে৷

এছাড়াও নিউ এজ পত্রিকার বিশেষ প্রতিনিধি আহমেদ ফয়েজ, দৈনিক কালবেলার প্রতিবেদক রাফসান জানি, গ্রিন টিভির বিশেষ প্রতিনিধি রুদ্র  সাইফুল্লাহ ও ক্যামেরাম্যান আরজু, ব্রেকিং নিউজের কাজী ইহসান বিন দিদার, আহসান হাবিব সবুজ, ইনকিলাবের ফটোসাংবাদিক এফ এ মাসুম, বাংলা ট্রিবিউনের সালমান তারেক শাকিল, দেশ রূপান্তরের প্রতিবেদক আরিফুর রহমান রাব্বি, বাংলানিউজের জাফর আহমেদ, ফ্রিল্যান্সার মারুফ আহত হয়েছেন৷

মারা গেছেন এক পুলিশ সদস্য

ফকিরাপুল মোড়ে হামলার শিকার হয়ে পারভেজ নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন৷ তার বাড়ি মানিকগঞ্জের দৌলতপুরে৷ বিকেল সোয়া ৪টার দিকে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়৷ এরপর, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন৷

ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোহাম্মদ আলাউদ্দিন জানান, মৃত অবস্থাতেই ওই পুলিশ সদস্যকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল৷ তার মাথায় গুরুতর আঘাত রয়েছে৷

ওই পুলিশ সদস্যকে হাসপাতালে নিয়ে আসা রায়হান রাবদি নামে এক যুবক জানান, ফকিরাপুল মোড়ে পুলিশের ওপর যখন হামলা হয় তখন ওই পুলিশ সদস্যসহ চার পুলিশ একটি ভবনে ঢুকে পড়েন৷ ভয়ে তাদের সঙ্গে ভবনটিতে ঢুকেন রায়হান৷ সেখান থেকে হঠাৎ ওই পুলিশ সদস্য বাইরে বেরিয়ে যান৷ তখনই তার উপর হামলা চালানো হয়৷

বিক্ষোভকারীরা পুলিশ সদস্যের মাথায় আঘাত করেন৷ সেখান থেকে অন্য পুলিশের সহায়তায় তাকে হাসপাতালে নিয়ে এসেছিলেন তিনি৷

Bangladesch Dhaka | Unruhen
সংঘর্ষের সময় মাথায় আঘাত পেয়ে মারা গেছেন এক পুলিশ সদস্য

মারা গেছেন আরো একজন

নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষের সময় আরেকজনের মৃত্যু হয়েছে৷ নিহত শামীম মোল্লা রাজধানীর মুগদা এলাকার বাসিন্দা৷ তিনি বিএনপির সহযোগী সংগঠন যুবদলের ৭ নম্বর ওয়ার্ডের সভাপতি বলে সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হয়েছে৷

যুবদলের পক্ষ থেকে বলা হয়েছে, দুপুরে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষের মধ্যে আহত হয়ে শামীম মোল্লা মারা গেছেন৷ বিকেলে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে নেয়া হলে সেখানেই তার মৃত্যু হয়৷

তবে তার বাবা মুদি দোকানি ইউসুফ মিয়া ডয়চে ভেলেকে বলেন, ‘‘আমার ছেলে কোনো দল করে না৷ আমার দুই ছেলে, এক মেয়ে৷ এর মধ্যে শামীম সবার বড়৷ সে একজন চিকিৎসকের গাড়ি চালায়৷ কোনো ধরনের রাজনীতির সঙ্গে জড়িত না৷ ওই এলাকায় কেন গিয়েছিল আমি জানি না৷’’

রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক পুলিশের উপ-মহাপরিদর্শক মো. রেজাউল হায়দার বলেন, ‘‘তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই৷ ধারণা করা হচ্ছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন৷’’

বিএনপির যুগ্ম মহাসচিব হারুন অর রশীদ ডয়চে ভেলেকে বলেন, ‘‘আমাদের শান্তিপূর্ণ সমাবেশে বিনা উসকানিতে হামলা করেছে পুলিশ৷ অত্যন্ত পরিকল্পিতভাবে পুলিশ হামলা চালিয়ে আমাদের নেতা-কর্মীদের গ্রেপ্তার করেছে৷ পুরো সমাবেশস্থলে তারা তাণ্ডব চালিয়েছে৷”

দলের সিনিয়র নেতাদেরও বেধড়ক পেটানো হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘‘আমি নিজেও চার-পাঁচ কিলোমিটার হেঁটে নিরাপদ জায়গায় পৌঁছেছি৷ আমি সব জায়গায় পুলিশকে এমন মারমুখি অবস্থায় দেখেছি৷’’

বিকেলে রাজধানীর তিনটি বাসে আগুন দেওয়া হয়েছে৷ বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টার মধ্যে কাকরাইল, মালিবাগ ও কমলাপুরে আগুন দেওয়া হয়৷ বিকেল সাড়ে ৪টার দিকে মালিবাগ-মৌচাক ফ্লাইওভারে বলাকা পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা৷ একই সময়ে কমলাপুরে বিআরটিসির একটি বাসেও আগুন দেওয়া হয়৷

ঢাকা মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, ‘‘বিএনপি শান্তিপূর্ণ সমাবেশের অনুমতি নিলেও প্রধান বিচারপতির বাসভবনে হামলা চালিয়েছে৷ পুলিশের সঙ্গে তারা সংঘর্ষে জড়িয়েছে৷ পাশাপাশি পুলিশ হাসপাতাল এবং রাষ্ট্রীয় অনেক ভবনে হামলা চালিয়েছে তারা৷’’

পুলিশের বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে এই কর্মকর্তা বলেন, ‘‘পুলিশ জনগণের জানমাল রক্ষা করার জন্য পাল্টা অ্যাকশনে গেছে৷ বিএনপি সন্ত্রাসী কায়দায় পুলিশের ওপর হামলা চালিয়েছে৷ ভিডিও ফুটেজ দেখে প্রত্যেকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে৷’’

বিএনপির ডাকা হরতাল প্রসঙ্গে পুলিশ কর্মকর্তা হারুন বলেন, ‘‘আমি এখনও বিএনপির হরতাল কর্মসূচির বিষয়ে জানি না৷ যদি তারা এ ধরনের কর্মসূচি দিয়ে থাকে এবং হরতালের নামে যদি কেউ নৈরাজ্য করে তাহলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে৷’’

ডিএমপির গণমাধ্যম শাখার উপ-কমিশনার ফারুক হোসেন বলেন, ‘‘শুধু ফকিরাপুল, রাজারবাগ হাসপাতাল নয়, কাকরাইলে আইডিবি ভবনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা৷ প্রধান বিচারপতির বাসভবনে ভাঙচুর চালিয়েছে৷ তাদের ইট-পাটকেলের আঘাতে মন্ত্রী পাড়ার বিভিন্ন ভবনের জানালার কাঁচ ক্ষতিগ্রস্ত হয়েছে৷

‘‘পুলিশের ওপর আঘাত করেছে৷ গাড়িতে আগুন দিয়েছে৷ সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবন্ধকতা করেছে৷ বেশ কয়েকটি পুলিশ বক্সে আগুন দিয়েছে৷”

Bangladesch Dhaka | Unruhen
বিএনপি-পুলিশের সংঘর্ষ, ধাওয়া, পাল্টা ধাওয়ায় রাজধানী ঢাকা পরিণত হয় রণক্ষেত্রে৷

এদিকে, একই সময় আরামবাগ মোড়ে সমাবেশ করেছে জামায়াত৷ বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে শান্তি ও উন্নয়ন সমাবেশ করে আওয়ামী লীগ৷ এই দুই সমাবেশ শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে৷ তবে আওয়ামী লীগের সমাবেশে আসা সবার হাতে ছিল লাঠি৷ অনেকটা মারমুখী অবস্থানে ছিলেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা৷

সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘‘হরতাল এখন ভোঁতা অস্ত্র৷ এ অস্ত্রে কোনো কাজ হবে না৷ আমরা শান্তি চাই৷ এজন্য সারা দেশে আগামীকাল শান্তি সমাবেশ করব৷”

বিএনপিকে ‘খুনি ও সন্ত্রাসীদের দল’ আখ্যায়িত করে কাদের বলেন, ‘‘তারা আজকে তাদের পুরোনো চেহারায় ফিরে এসেছে৷ এদের বিরুদ্ধে খেলা হবে৷”

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন ডয়চে ভেলেকে বলেন, ‘‘আজকে কী ঘটেছে তা সবাই দেখেছেন৷ বিএনপি যে একটা সন্ত্রাসী দল সেটা আমরা আগেই বলেছিলাম৷ আজ তারা প্রধান বিচারপতির বাড়িতে হামলা চালাল৷ এমনকি রাজারবাগ হাসপাতালেও তারা আগুন দিয়েছে৷ আজ তাদের আসল চেহারা উন্মোচিত হয়েছে৷ জনগণকে সঙ্গে নিয়ে এসব সন্ত্রাসী কার্যকলাপ প্রতিহত করা হবে৷”

Bangladesch Dhaka | Awami League | Friedenskundgebung
রোববার আবারও শান্তি সমাবেশ করার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ

বিএনপির ডাকা হরতালের ঘোষণা প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি শনিবার সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ বলেন, ‘‘বিএনপির ডাকা আগামীকালের হরতালে ঢাকা শহর, শহরতলি ও আন্তঃজেলা রুটে বাস-মিনিবাস চলাচল অব্যাহত থাকবে৷”

অন্যদিকে, রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা নাশকতার অভিযোগের মামলায় গ্রেপ্তার বিএনপি-জামায়াতের ৮৪১ নেতা-কর্মীর জামিন আবেদন নামঞ্জুর করে শনিবার কারাগারে পাঠানো হয়েছে৷ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের একাধিক বিচারকেরা এই আদেশ দেন৷