চলমান সংবাদ

নাসিরাবাদ শিল্প এলাকার এবিআই প্যাকেজিং এর বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের গুরুতর অভিযোগ

চট্টগ্রাম নাসিরাবাদ শিল্প এলাকায় অবস্থিত এবিআই প্যাকেজিং নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে শ্রম আইনের চরম লঙ্ঘনের সংবাদ পাওয়া গেছে। উক্ত প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকরা জানায় উক্ত প্রতিষ্ঠানে শ্রমিকদের নিয়োগ পত্র, পরিচয় পত্র, সার্ভিস বুক, এমনকি হাজিরা কার্ড পর্যন্ত দেওয়া হয় না। বিগত কয়েক মাস পূর্বে  প্রতিষ্ঠানে কর্মরত ৭ জন শ্রমিক স্বাক্ষর করে মালিক বরাবর নিয়োগ পত্র, পরিচয় পত্র, সার্ভিস বুক, অর্জিত ছুটির মজুরি নগদায়ন সহ শ্রম আইনে প্রাপ্য সকল সুযোগ সুবিধা দাবি করে লিখিত আবেদন করেন। কিন্তু কর্তৃপক্ষ সুষ্ঠু সমাধান করতে ব্যর্থ হওয়ায় পরবর্তীতে শ্রমিকেরা কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর চট্টগ্রামের উপ মহাপরিদর্শক বরাবর অভিযোগ দেন। অভিযোগের প্রেক্ষিতে গত ১১ সেপ্টেম্বর লিখিত মুছলেখা দিয়ে  ৩০ অক্টোবরের মধ্যে শ্রমিকের প্রাপ্য আইনানুগ সকল সুযোগ সুবিধা প্রদান করবেন  বলে নিশ্চিত করেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, ৩০ অক্টোবর পেরিয়ে নভেম্বর মাস শুরু হয়ে যাওয়ার পরেও মালিক পক্ষ প্রতিশ্রুতি অনুযায়ী কোন কার্যক্রম শুরুতো করেইনি বরং যারা আবেদন করেছিল তাদের সবাইকে ২৬ ধারায় নোটিশ দিয়ে ক্রাম্ন্বয়ে তার্মিনেশন করার উদ্যোগ নেয়া হচ্ছে। এদিকে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরও এই ব্যাপারে আর ভূমিকা নিচ্ছে না বলে ভুক্তভোগী শ্রমিকেরা অভিযোগ করেছে।