চলমান সংবাদ

প্রগতির যাত্রী ডট কম এর উদ্যোগে “বিশ্বজুড়ে যুদ্ধের দামামাঃ প্রেক্ষিত ইউক্রেন ও ফিলিস্তিন” শীর্ষক এক জুম আলোচনা

প্রগতির যাত্রী ডট কম এর উদ্যোগে গত ৫ নভেম্বর “ বিশ্বজুড়ে যুদ্ধের দামামাঃ প্রেক্ষিত ইউক্রেন ও ফিলিস্তিন” শীর্ষক এক জুম আলোচনা অনুষ্টিত হয়। প্রগতির যাত্রী ডট কম সম্পাদক উৎপল দত্ত এর উপস্হাপনায় মূখ্য আলোচক হিসেবে উপস্হিত ছিলেন প্রবাসী ভারতীয় আন্তর্জাতিক রাজনীতি পর্যবেক্ষক বিশ্বরূপ স্যান্যাল। সভায় বিশ্বরূপ স্যান্যাল তাঁর দীর্ঘ ইতিহাস পরিক্রমা ও বিশ্লেষণের মাধ্যমে বলেন, বিশ্বে বিদ্যমান যুদ্ধ পরিস্হিতির জন্য পশ্চিমা দেশগুলোর ক্রমবর্ধমান সামরিক অভিলাষ ও সম্প্রসারণ নীতিই দায়ী। তিনি আরো বলেন, আজকের সমস্যার মূলে যেতে হলে সমস্যার আরো গভীরে এবং দূর অতীতের ঘটনাপ্রবাহের দিকে তাকাতে হবে। সভায় অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন, বিশিষ্ট বুদ্ধিজীবি ডঃ মমতাজউদ্দিন পাটোয়ারী, অধ্যাপক ডঃ গনেশ রায়,,প্রকৌশলী অনজন কুমার দাশ, ডাঃ আরিফ বাচ্চু, ফজলুল কবীর মিন্টু, রবীন গুহ, প্রণব বোস ও প্রমুখ।