চলমান সংবাদ

মজুরি বোর্ডের শ্রমিক প্রতিনিধির বক্তব্যের নিন্দা গার্মেন্টস শ্রমিকদের মজুরি পুণঃনির্ধারণের দাবি

গার্মেন্টস শ্রমিকদের জন্য গঠিত মজুরি বোর্ডের তথাকথিত শ্রমিক প্রতিনিধির বক্তব্যের নিন্দা জানিয়ে এবং ঘোষিত অগ্রহণযোগ্য মজুরি প্রত্যাহার করে গার্মেন্টস শ্রমিকদের জন্য একটি গ্রহণযোগ্য নিম্নতম মজুরি এবং প্রতিটি গ্রেডের মধ্যে কমপক্ষে ১০ শতাংশ পার্থক্য রেখে মজুরি কাঠামো পুণঃনির্ধারণ এবং পূর্বের মজুরি কাঠামোর ১ ও ২ নং গ্রেড নয় ৫ ও ৬ নং গ্রেড বাদ দিয়ে ৫ টি গ্রেড মজুরি কাঠামো নির্ধারণ ও শ্রমিক হত্যার বিচার-ক্ষতিপূরণ প্রদানের দাবি জানিয়ে সংবাদ মাধ্যমে প্রকাশের জন্য বিবৃতি দিয়েছেন গার্মেন্টস শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (জী-স্কপ)।
গার্মেন্টস শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (জি-স্কপ) এর পক্ষে যুগ্ম সমন্বয়কারী শ্রমিক নেতা নঈমুল আহসান জুয়েল, আহসান হাবিব বুলবুল,  কাজী রুহুল আমিন, আব্দুল ওয়াহেদ প্রমুখ নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন, যে সময়ে সাধারণ শ্রমিকরা বলছে ঘোষিত মজুরি তাদের প্রয়োজনীয় চাহিদা পূরণ করবেনা, যে সময় জী-স্কপসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে মজুরি বোডের্র ঘোষিত মজুরি পুণঃবিবেচনার জন্য আবেদন করছে, যে সময় বাংলাদেশের ২৯০০ কারখানা থেকে তৈরি পোষাক ক্রয়ের সাথে যে সকল আন্তর্জাতিক সংগঠনসমূহ গার্মেন্টস শ্রমিকদের জন্য ঘোষিত মজুরিকে অগ্রহণযোগ্য বিবেচনায় একটি প্রধাানমন্ত্রী বরাবর মজুরি পুণঃবিবেচনার জন্য চিঠি দিয়েছেন, যেসময় আন্তর্জাতীক শ্রম সংস্থা এবং ক্রেতা রাষ্ট্রসমূহ মজুরি আরো বৃদ্ধি করার জন্য সুপারিশ করছেন এবং ক্রেতারা বাড়তি মূল্য পরিশোধ করার জন্য প্রতিশ্রæতি দিচ্ছে এবং মজুরি বোর্ডের হাতে মজুরি পুণঃবিবেচনার জন্য আইনগত সুযোগ আছে সেই সময় মজুরি বোর্ডের শ্রমিক পক্ষের সদস্য কর্তৃক সংবাদ সম্মেলন করে ঘোষিত মজুরি কে গ্রহণযোগ্য ঘোষণা দেওয়া এবং ঘোষিত মজুরি কে মেনে না নেওয়া শিল্প ধ্বংসের চক্রান্ত জাতীয় বক্তব্য দেওয়া নিন্দনিয় এবং শ্রমিক স্বার্থের সাথে বেইমানী ছাড়া কিছু নই। মজুরি বোর্ডের এই প্রতিনিধি শ্রমিক পক্ষে ২০৩৯৩ টাকা সর্বনিম্ন মজুরি প্রস্তাব করেছিলেন যদিও শ্রমিক আন্দোলনের দাবি ছিল ২৩ হাজার টাকা উল্ল্যেখ করে নেতৃবৃন্দ প্রশ্ন রাখেন, ১২৫০০ টাকা যদি গ্রহণযোগ্য হয় তাহলে তিনি ২০৩৯৩ টাকা সর্বনিম্ন মজুরি প্রস্তাব করেছিলেন কোন যুক্তিতে? সংবাদ সম্মেলনে তার বক্তব্য পুণরায় প্রমাণ করলো যে, গার্মেন্টস শ্রমিকদের জন্য গঠিত মজুরি বোর্ড কার্যকর ছিলনা এবং শ্রমিক পক্ষের পরিচয় ধারণকারী প্রতিনিধিসহ উক্ত মজুরি বোর্ড পক্ষপাতদুষ্ট হয়ে শ্রমিক স্বাথের বিপরীতে বিশেষ গোষ্ঠির স্বার্থ রক্ষায় ভুমিকা পালন করেছেন। ক্রেতারা বর্ধিত মূল্য পরিশোধের দায় নিতে চাওয়ার পরেও শ্রমিকদের মজুরি গ্রহণযোগ্য মাত্রায় বৃদ্ধি না করতে চাওয়া চরম অমানবিক। খসড়া ঘোষণার সময় যে মজুরি ১১৩ ডলারের সমতুল্য ছিল তা বাস্তবায়নের বহু আগেই বিগত ১০ দিনে ১০৭ ডলারের সমতুল্য হয়ে গেছে যা ক্রমহ্রাসমান। নেতৃবৃন্দ, শক্তি প্রয়োগ করে শ্রমিকদের ন্যায্য মজুরির আন্দোলন কে দমনের চেষ্টা অবিলম্বে বন্ধ করে একটি গ্রহণযোগ্য মজুরি ঘোষণা, শ্রমিক হত্যার বিচার, নিহত শ্রমিকদের পরিবার কে আজীবন আয়ের মানদন্ডে ক্ষতিপূরন প্রদান, মিজান, বাবুল হোসেনসহ গ্রেফতারকৃত শ্রমিক নেতাদের নিঃশর্ত মুক্তি এবং হয়রানিমূলক মিথ্যা মামলসমুহ প্রত্যাহারের দাবি জানিয়ে এবং গার্মেন্টস মালিকদের প্রতি আহবান জানিয়ে বলেন, গার্মেন্টস শিল্পের প্রকৃত বিকাশ চাইলে শ্রমিকদের উপর শক্তি প্রয়োগ-হয়রানির পাশাপাশি হলুদ ট্রেড ইউনিয়ন চর্চা আর পকেট শ্রমিক নেতৃত্ব তৈরি করে শ্রমিকদের ন্যায্য দাবি আড়াল করার অপকৌশলে অর্থ ব্যায়ের পরিবর্তে শ্রমিকদের জীবনমান উন্নয়নে কার্যকর ব্যবস্থা গ্রহণ করেন