লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১৪৩ অনিয়মিত বাংলাদেশি
উত্তর আফ্রিকার দেশ লিবিয়ায় অনিয়মিত অবস্থায় থাকা ১৪৩ বাংলাদেশিকে দেশে ফেরানো হয়েছে৷ বুরাক এয়ারের একটি চার্টার্ড ফ্লাইটে করে লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে দেশে ফিরেছেন তারা৷
২৮ নভেম্বর (মঙ্গলবার) ভোর ৫টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাদের নিয়ে আসা বিমানটি৷
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে৷
মন্ত্রণালয় জানিয়েছে, লিবিয়ার ত্রিপোলিতে বাংলাদেশি দূতাবাস, লিবিয়া সরকার এবং জাতিসংঘের আর্ন্তজাতিক অভিবাসন সংস্থা আইওএম এর সহযোগিতায় দেশটিতে অনিয়মিত অবস্থায় থাকা বাংলাদেশিদের ফিরিয়ে আনা হয়েছে৷
বাংলাদেশি অভিবাসীরা ত্রিপোলির আইনজেরা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন৷
বিমানটি অবতরণের পর ১৪৩ বাংলাদেশিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানায় পররাষ্ট্র মন্ত্রণালয় ও আর্ন্তজাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা৷
এ সময় তাদের প্রত্যেককে হাতখরচ হিসেবে মাথাপিছু পাঁচ হাজার ৮৯৬ টাকা এবং কিছু খাবার দিয়েছে আইওএম৷
পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস, লিবিয়া সরকারের প্রচেষ্টা এবং আইওএম-এর আর্থিক সহযোগিতায় লিবিয়ায় আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে৷ এর ধারাবাহিকতায় এ বছরের ২৯ নভেম্বর এবং ৫ ডিসেম্বর আরো ৩৭৩ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিককে লিবিয়া থেকে দেশে ফিরিয়ে আনার কথা রয়েছে৷
টিএম/এপিবি