আজ বিজয় দিবসঃ আজ কাজ হচ্ছে একটু পেছন ফিরে দেখা -উৎপল দত্ত
নতুন একটি দেশের জন্মদিন। পাকিস্তানী হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই- সংগ্রাম ও সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে জাতি অর্জন করেছে বাংলাদেশের স্বাধীনতা।
আজকের এই দিন আমাদের আনন্দের দিন, উল্লাসের দিন, উদযাপনের দিন । ত্রিশ লক্ষ শহীদ ও অসংখ্য নারীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের দিন তাঁদের ত্যাগ এর জন্য।
আজ আর একটা কাজ আমাদের করতে হবে, তা হচ্ছে একটু পেছন ফিরে দেখা। পেছনের ভুল- ভ্রান্তি গুলো মূল্যায়ন করে সামনের পথ নির্দিষ্ট করা।
আমাদের লড়াই- সংগ্রাম কি শুধুমাত্র ভৌগলিক স্বাধীনতার জন্য ছিল? এই সংগ্রাম কি ‘মুক্তি’র জন্য ছিল না? সেই মুক্তি কি আমরা আদৌ পেয়েছি? আমরা কি মুক্তিযুদ্ধের মূল নির্যাস বাস্তবায়ন করতে পেরেছি? এই প্রশ্নগুলোর যথাযথ উত্তর দেওয়া সত্যি কঠিন।
মুক্তিযুদ্ধের পর দেশের যে উল্টো যাত্রা তা ক্রমশ দ্রুত হয়েছে। সমাজ দুইভাগে বিভক্ত- ৯৫ ভাগ সাধারণ জনগণ আর ৫ ভাগ লুঠেরা ধনিক গোষ্ঠী। রাজনীতি-সমাজনীতি-অর্থনীতি সব কিছুই মুষ্টিমেয় ৫ ভাগের স্বার্থে ব্যবহৃত হচ্ছে।
দেশ এই গোষ্ঠীর হাত থেকে মুক্ত হবে । মুক্তিযুদ্ধের মূল নির্যাস বাস্তবায়িত হবে। এটাই বিজয় দিবসের প্রত্যয় ।