চলমান সংবাদ

ড. মুহাম্মদ ইউনূসকে অন্তর্বতীকালীন সরকারের প্রধান

ডঃ মুহাম্মদ ইউনুস (ফাইল ছবি)

সোমবার গভীর রাতে এক ভিডিও বার্তায় ড. মুহাম্মদ ইউনূসকে অন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা করার ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম৷ প্রফেসর ইউনূস এই প্রস্তাবে রাজি হয়েছেন বলেও জানিয়েছেন তিনি৷ এসময় তার সঙ্গে আরো দুজন সমন্বয়ক উপস্থিত ছিলেন৷ বিভিন্ন মহল মনে করছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পরবর্তী দেশে এখন চরম অরাজক পরিস্থিতি সৃষ্টি হওয়ায় যত দ্রুত সম্ভব অন্তর্বর্তী সরকার গঠন করে শান্তি শৃংখলা রক্ষা করা খুবই জরুরী হয়ে পড়েছে।