চলমান সংবাদ

সাম্প্রদায়িক হামলা ও লুটপাট বন্ধের দাবিতে চট্টগ্রামেসিপিবির বিক্ষোভ


কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর সারাদেশে সাম্প্রদায়িক হামলা ও লুটপাটের  ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সিপিবি চট্টগ্রাম জেলার বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সিপিবি চট্টগ্রাম জেলার সম্পাদক মণ্ডলীর সদস্য উত্তম চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সিপিবি চট্টগ্রাম জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুচ্ছাফা ভূঁইয়া, প্রদীপ ভট্টাচার্য, জহির উদ্দীন মাহমুদ, জামাল উদ্দীন, দেবাশীষ সেন প্রমুখ।

বক্তারা বলেন, ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী হাসিনাকে পদত্যাগে বাধ্য করেছে।  কিন্তু এই স্বৈরাচারকে পতন ঘটানোর পর সারাদেশে সাম্প্রদায়িক হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে সেই বিষয়ে দেশবাসীকে সচেতন থাকতে হবে। এক সন্ত্রাসী ও লুটপাটকারীকে হঠিয়ে আরেক লুটপাটকারী ও প্রতিক্রিয়াশীলরা যেন ক্ষমতায় না আসে সেইদিকে সতর্ক হতে হবে। তার পাশাপাশি সাম্রাজ্যবাদী দোসরদের চক্রান্ত নসাৎ করতে হবে।
বক্তারা আরো বলেন, সারা দেশে শান্তি শৃঙ্খলা রক্ষা, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়সহ জনগণের জান-মালের নিরাপত্তা রক্ষায় সকল জনগণকে ভূমিকা নিতে হবে। জনগণের জান-মাল রক্ষায় মানুষের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।