চলমান সংবাদ

জাহাজভাঙা শ্রমিক সেফটি কমিটির সভা

– সকল ইয়ার্ডে সেফটি কমিটি গঠনের আহ্বান

জাহাজ ভাঙা শ্রমিক সেফটি কমিটির এক সভা গতকাল ২৮ অক্টোবর কদমরসুলস্থ ওশ সেন্টারে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম এবং সঞ্চালনা করেন ওশ সেন্টার কো-অর্ডিনেটর ফজলুল কবির মিন্টু। সভায় উপস্থিত অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন, কমিটির যুগ্ম আহ্বায়ক দিদারুল আলম চৌধুরী, সদস্য সচিব মোহাম্মদ আলী, যুগ্ম সদস্য সচিব মোঃ ইদ্রিছ, সদস্য মাহাবুবুল হক চৌধুরী, জামাল উদ্দিন, মোঃ ইকবাল হোসেন প্রমুখ।

সভায় নেতৃবৃন্দ বলেন, জাহাজভাঙা শিল্প একদিকে দুর্ঘটনা প্রবণ ও উচ্চ ঝুঁকিপূর্ণ কর্মক্ষেত্র অন্যদিকে ভাঙার জন্য যে জাহাজগুলো আনা হয় সেগুলোতে বিভিন্ন ক্ষতিকারক বর্জ্য ও রাসায়নিক পদার্থ বিদ্যমান থাকায়  তা পরিবেশ এবং শ্রমিকদের স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলে। তাই জাহাজভাঙা শিল্পকে পরিবেশবান্ধব এবং  দুর্ঘটনা ও ঝুকিমুক্ত করা সম্ভব হচ্ছে না। এতে গত ৭ সেপ্টেম্বর এস এন কর্পোরেশন গ্রিন শিপ ব্রেকিং ইয়ার্ডে ভয়াদুর্ঘটনায় ৬ জন নিহত এবং আরো ৬ আহত হওয়ায় ক্ষোভ প্রকাশ করা হয়। তারা বিস্ময় প্রকাশ করে বলা হয় গ্রিন শিপ ইয়ার্ডেও এমন ভয়াবহ দুর্ঘটনায় প্রমানিত হয় যে, জাহাজ ভাঙা সেক্টরের শ্রমিকদের নিরাপত্তা যে তিমিরে ছিল সেঈ তিমিরেই রয়ে গেছে।

সভায় আরও বলা হয়, জাহাজ হতে বর্জ্য পড়ে একদিকে সাগর ও সমুদ্র দূষনের কারনে  মাছের প্রজনন ক্ষতিগ্রস্ত হচ্ছে অন্যদিকে কৃষি জমি উর্বরতা হারাচ্ছে।এর ফলে এলাকার কৃষক এবং জেলে সম্প্রদায় ক্ষতিগ্রস্থ হচ্ছে। সুতরাং জাহাজভাঙা শিল্পে কর্মরত শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি এলাকায় বসবাসরত জেলে ও কৃষক সম্প্রদায়ের সমূহ ক্ষতি হতে রক্ষা করার জন্য সরকারের পরিবেশ অধিদপ্তর এবং কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের পক্ষ থেকে উদ্যোগ নিতে হবে।

সভায় বক্তারা শ্রম আইনের ৯০(ক) ধারা অনুসারে সকল ইয়ার্ডে অবিলম্বে মালিক ও শ্রমিকদের সমান সংখ্যক প্রতিনিধি নিয়ে অবিলম্বে সেফটি কমিটি গঠনের উদ্যোগ নেয়ার জন্য কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের প্রতি জোর দাবি জানানো হয়।