চট্টগ্রাম হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিক সংগ্রাম পরিষদের প্রস্তুতি সভা -আগামীকাল চেরাগী পাহাড় মোড়ে সমাবেশ ও মানববন্ধন
আজ বিকেল ৩টায় চট্টগ্রাম হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিক সংগ্রাম পরিষদের এক প্রস্তুতি সভা সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন হোটেল শ্রমিক নেতা মোহাম্মদ নূর আলম, সঞ্চালনা করেন টিইউসি কেন্দ্রীয় সংগঠক ফজলুল কবির মিন্টু , বাংলাদেশ লেবার ফেডারেশন চট্টগ্রাম জেলা কমিটির যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম আরজু এবং বাংলাদেশ জাতীয় শ্রম ফেডারেশন চট্টগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক জাহেদ উদ্দিন শাহিন প্রমুখ।
সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে, আগামীকাল চেরাগী পাহাড় মোড়ে এক সমাবেশ ও মানববন্ধন আয়োজন করা হবে। এই কর্মসূচি শ্রমিকদের নিম্নতম মজুরি ২০ হাজার টাকা, নিয়োগপত্র ও পরিচয়পত্র প্রদান এবং ন্যায্যমূল্যের দোকান ও রেশনিং ব্যবস্থা চালু করার দাবীতে অনুষ্ঠিত হবে।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ জানান, ২০১৭ সালে হোটেল এন্ড রেস্টুরেন্ট খাতে শ্রমিকদের জন্য যে ৩৭১০ টাকা মজুরি নির্ধারণ করা হয়েছিল, তা বর্তমান বাজার পরিস্থিতিতে অত্যন্ত অপ্রতুল। তাই নতুন মজুরি কাঠামো নির্ধারণের মাধ্যমে শ্রমিকদের মাসিক মজুরি ২০ হাজার টাকা করার দাবি জানান তারা। নেতৃবৃন্দ আরও বলেন, বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম উর্ধ্বগামী হওয়ায়, শ্রমিকদের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। বর্তমানে তারা যে মজুরি পান, তা দিয়ে তাঁদের দৈনন্দিন জীবন নির্বাহ করা সম্ভব নয়।
সভায় শ্রমিকদের জন্য ন্যায্যমূল্যের দোকান স্থাপন ও রেশনিং ব্যবস্থা চালু করারও দাবি তোলা হয়। এছাড়া, শ্রম আইনের আওতায় শ্রমিকদের নিয়োগপত্র, পরিচয়পত্র প্রদান এবং সাপ্তাহিক ও উৎসব ছুটিসহ অন্যান্য সবেতন ছুটির বাস্তবায়ন নিশ্চিত করার জন্য কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কার্যকরী ভূমিকা পালন করার আহ্বান জানানো হয়।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ একতাবদ্ধ হয়ে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে আন্দোলন জোরদার করার ওপর গুরুত্ব আরোপ করেন।