অস্থির সময় -ফজলুল কবির মিন্টু
যাদেরকে নেতা ভেবেছি,
যাদের জন্য ব্যানার ধরেছি,
যাদের পিছনে মিছিলে স্লোগান গড়েছি,
এখন তাদের দেখি, অচেনা মুখে,
অচেনা হয়ে ওঠা, এক দুর্বিষহ সময়ের রূপরেখা।
যাদের কথায় স্বপ্ন বুনেছি,
যাদের কথার ফুলঝুড়ি ছিল আমার বিশ্বাস,
আজ সেই স্বপ্ন গুলিয়ে গেছে মরীচিকায়,
দেশ যে সাম্প্রদায়িকতার অন্ধকারে ডুবে গেছে,
এটাই কি সেই বাংলাদেশ,
যার স্বপ্নে বুক বাঁধতাম?
যাদের উপর অন্ধ আস্থা রেখেছিলাম,
আজ তারা যেন হায়েনার ছায়া,
অন্তরে বিষবাষ্প, মুখে প্রতারণার হাসি,
ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে আমার নির্দিষ্ট পথ,
এ যেন এক অচেনা বাংলাদেশ,
অস্থির সময়ের কাঁপন।
এই সময়ে বড় অস্থির আমি,
বিশ্বাসের শেষ সীমানা ভেঙে,
কোথায় আমার স্বপ্ন, কোথায় আমার আশা?
প্রশ্নগুলো অমীমাংসিত,
যে উত্তর ছিল, তা হয়তো হারিয়ে গেছে সময়ের সাথে।