চলমান সংবাদ

প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজ আর নেই


ঢাকা, ১৪ ডিসেম্বর, ২০২৪: বাংলা সাহিত্যের প্রেম ও দ্রোহের এক অমর কাব্যরচয়ী, সাংবাদিক এবং জাতীয় প্রেস ক্লাবের প্রবীণ সদস্য কবি হেলাল হাফিজ গতকাল (শুক্রবার) ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৭৬ বছর। কবি শাহবাগের সুপার হোম হোস্টেলে অজ্ঞান অবস্থায় পাওয়া গেলে, তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

কবি হেলাল হাফিজের প্রথম কাব্যগ্রন্থ “যে জলে আগুন জ্বলে” ১৯৮৬ সালে প্রকাশিত হয় এবং সেই বইটি বাংলা সাহিত্যের ইতিহাসে এক মাইলফলক হয়ে থাকে। তার কবিতা সমগ্র বাংলাদেশের পাঠকদের হৃদয় জয় করেছে, আর তার সাহিত্যিক অবদান আজও অম্লান। বিশেষত, ১৯৬৯ থেকে ১৯৮৫ সালের মধ্যে লেখা তাঁর কবিতাগুলোর সমাহার হিসেবে প্রকাশিত এই বইটির এখন পর্যন্ত ৩০টিরও বেশি সংস্করণ বের হয়েছে। হেলাল হাফিজের কবিতায় প্রেম, দ্রোহ এবং মানুষের যন্ত্রণা এমনভাবে উঠে এসেছে, যা বাংলা সাহিত্যের অমূল্য রত্নে পরিণত হয়েছে।

কবি হেলাল হাফিজ সাংবাদিকতা জীবন শুরু করেন ১৯৭২ সালে, যখন তিনি দৈনিক “পূর্বদেশ” পত্রিকায় কাজ শুরু করেন। তার দীর্ঘ সাংবাদিকতা ক্যারিয়ার শেষে তিনি দৈনিক “যুগান্তর” পত্রিকায় কর্মরত ছিলেন। এছাড়া, তিনি বাংলা একাডেমি পুরস্কারসহ অনেক গুরুত্বপূর্ণ সাহিত্য পুরস্কারে ভূষিত হন।

মৃত্যুর পর তার মরদেহ মোহাম্মদপুর তাকওয়া মসজিদে গোসলের জন্য নেওয়া হয় এবং সেখানে জানাজা অনুষ্ঠিত হবে। কবির প্রথম জানাজা আজ শনিবার সকাল ১১টায় বাংলা একাডেমিতে অনুষ্ঠিত হবে, এরপর জাতীয় প্রেস ক্লাবে দ্বিতীয় জানাজা হবে। তার মরদেহ নেত্রকোনা নিয়ে যাওয়ার পর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।

কবি হেলাল হাফিজের মৃত্যুতে তার পরিবার, গুণগ্রাহী ও পাঠকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর অবদান বাংলা সাহিত্যে চিরকাল অম্লান থাকবে।

সাংবাদিক ও কবি হেলাল হাফিজের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান।