শহীদ বুদ্ধিজীবী দিবসে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও বাংলাদেশ যুব ইউনিয়নের শ্রদ্ধা
গতকাল শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদদের স্মরণে চট্টগ্রাম নগরীর পাহাড়তলী বধ্যভূমিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও যুব ইউনিয়ন, চট্টগ্রাম জেলা সংসদ।
ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে পাহাড়তলী বধ্যভূমিতে আলোচনা সভার আয়োজন করে চট্টগ্রাম জেলা ছাত্র ইউনিয়ন-যুব ইউনিয়ন। এর আগে গণসংগীত পরিবেশন করেন মাহবুবা জাহান রুমি ও প্রীতি বড়ুয়া। আবৃত্তি পরিবেশন করেন মনজুর মুন্না, প্রমা আবৃত্তি সংগঠনের শিল্পী প্রতীমা দাশ, রাজু দাশ গুপ্ত, লিপি তালুকদার ও রুপশ্রী সেন গুপ্ত। আলোচনা সভা শেষে এদিন সন্ধ্যায় প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে শহীদদের শ্রদ্ধা জানানো হয়।
চট্টগ্রাম জেলা যুব ইউনিয়নের সহ সভাপতি প্রীতম চৌধুরীর সভাপতিত্বে এবং নাবিলা তানজিনার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চট্টগ্রাম জেলার সভাপতি অশোক সাহা, শিক্ষক নেতা মো. জাহাঙ্গীর, চট্টগ্রাম জেলা যুব ইউনিয়নের সহ-সভাপতি রুপন কান্তি ধর, ছাত্র ইউনিয়নের সভাপতি টিকলু কুমার দে, শুভ দেব নাথ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, একাত্তরে বুদ্ধিজীবীদের হত্যা করে আলবদর ও রাজাকাররা এ দেশকে মেধাশূন্য করেছে। এই শূন্যতা পূরণ হওয়ার নয়। এরাই আবার স্বাধীন দেশে জঙ্গিবাদের বীজ বপন করে আমাদের সব অর্জনকে ধ্বংস করতে চায়। জঙ্গিবাদ নির্মূল করে শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। পশ্চিম পাকিস্তানের ঔপনিবেশিক শাসন-শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে বুদ্ধিজীবীরা চিন্তা, লেখনি ও রাজপথের আন্দোলনে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে জনমানসে একটি স্বাধীন, শোষণমুক্ত ও বৈষম্যহীন সমাজের আকাঙ্ক্ষা জাগিয়ে তুলেছিলেন। স্বাধীন দেশের শাসকরা সেই আকাঙ্ক্ষা ও স্বপ্নের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।