চলমান সংবাদ

শ্রম সংস্কার কমিশনের সাথে নৌযান, মৎস্যজীবী ও বেসরকারি স্বাস্থ্য সেক্টরের শ্রমিক প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

গতকাল ১৪ ডিসেম্বর ২০২৪, চট্টগ্রাম বিভাগীয় শ্রম দপ্তরে শ্রম সংস্কার কমিশনের সাথে নৌযান, মৎস্যজীবী এবং বেসরকারি স্বাস্থ্য সেক্টরের শ্রমিক প্রতিনিধিদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন শ্রম সংস্কার কমিশনের অন্যতম সদস্য চৌধুরী আশিকুল আলম।

মতবিনিময় সভায় শ্রম সংস্কার কমিশনের সদস্য তপন দত্ত, শ্রম সংস্কার কমিশন গঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন। এতে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক মোঃ গিয়াস উদ্দিন, জাতীয়তাবাদী শ্রমিক দলের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি এ এম নাজিম উদ্দিন, এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।

বেসরকারি স্বাস্থ্য সেক্টরের প্রতিনিধিরা তাদের দাবিতে বলেন, অধিকাংশ প্রতিষ্ঠানে শ্রমিকদের জন্য নিয়োগপত্র, পরিচয়পত্র এবং সাপ্তাহিক ছুটি প্রদান করা হয় না। তারা আরও জানান, বেসরকারি স্বাস্থ্য সেক্টরে নিম্নতম মজুরি বোর্ড গঠন করা হয়নি, যা শ্রমিকদের জন্য বড় একটি সমস্যা। পাশাপাশি নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি, ডে কেয়ার সেন্টার এবং সঠিক কর্ম পরিবেশের অভাবের বিষয়টি উঠে আসে।

নৌযান শ্রমিকরা জানান, ২০২২ সালে গ্যাজেট প্রকাশিত হলেও তা বাস্তবায়ন হয়নি এবং কয়েকটি সিন্ডিকেটের কারণে উচ্চ আদালতে রীট দায়ের করে গ্যাজেট স্থগিত করা হয়।

মৎস্যজীবীরা তাদের পেশাগত সমস্যার কথা তুলে ধরে, প্রতি বছর মাছ ধরা নিষিদ্ধকাল ২৩ মে থেকে ২২ জুলাই পর্যন্ত ৬৫ দিন থাকার কারণে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তারা এই সময়সীমা ১৫ দিন কমানোর বা ১৫ দিন এগিয়ে আনার দাবি জানান।

কমিশনের সদস্য তপন দত্ত বলেন, দেশের ৯০ শতাংশ শ্রমিক অপ্রাতিষ্ঠানিক, যাদের কোনো সুনির্দিষ্ট আয়ের নিশ্চয়তা নেই। এই শ্রমিকদের জন্য নিরাপদ ও স্থিতিশীল কর্ম পরিবেশ তৈরি করাই শ্রম সংস্কার কমিশনের প্রধান চ্যালেঞ্জ।

সভায় সভাপতির বক্তব্যে চৌধুরী আশিকুল আলম বলেন, শ্রম সংস্কার কমিশনের মূল উদ্দেশ্য হলো শ্রম সেক্টরের সমস্যা চিহ্নিত করে কার্যকর সুপারিশ প্রণয়ন করা। তিনি আশা প্রকাশ করেন, কমিশন যদি সঠিক সুপারিশ প্রণয়ন করতে সক্ষম হয়, তবে আগামীতে যে সরকারই ক্ষমতায় আসুক, তা বাস্তবায়নে শ্রমজীবী মানুষের পক্ষ থেকে চাপ সৃষ্টি করা সম্ভব হবে।

মতবিনিময় সভায় বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সেক্টরের শ্রমিকরা অংশগ্রহণ করেন এবং তাদের সমস্যাগুলি তুলে ধরেন।