প্রগতির যাত্রী’র বিজয় দিবস উদযাপন
প্রগতির যাত্রী’র উদ্যোগে গতকাল ১৬ ডিসেম্বর সকালে চট্টগ্রামের শাহ আমানত মার্কেটের চত্বরে জমায়েত হয়ে বিজয় দিবস উপলক্ষে শহীদ মিনারে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাঃ নিশীথ রন্জন দে, নুপুর ধর, খোদেজা বেগম, ফজলুল কবীর মিন্টু,দেবাশীষ সেন, শিমুল দত্ত, রবিন গুহ, কল্লোল দত্ত, সুধীর সরকার ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে এক সংক্ষিপ্ত র্যালির মাধ্যমে মিউনিসিপ্যাল স্কুলের মাঠে অবস্থিত অস্হায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। প্রগতির যাত্রীর পক্ষ থেকে বিজয় দিবসের গুরুত্ব তুলে ধরে বলা হয়, “বাঙালি জাতির সবচেয়ে বড় অর্জন আজকের এই বিজয় দিবস। তিরিশ লক্ষ শহীদ এবং দুই লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত এই বিজয়ের সাথে অন্য কিছুই তুলনীয় নয়।”
এসময় প্রগতির যাত্রীর পক্ষ থেকে জানানো হয়, “স্বৈরাচার পতনের পর বর্তমানে স্বাধীনতার বিরোধী শক্তির দাপটে মুক্তিযুদ্ধের চেতনা ক্ষুণ্ণ করা হচ্ছে। মুক্তিযুদ্ধের সকল অর্জনকে উপেক্ষা করে দেশকে উল্টো পথে পরিচালিত করার ষড়যন্ত্র চলছে। তাই, আমরা আহ্বান জানাচ্ছি সকল প্রগতিশীল শক্তিকে একত্রিত হয়ে মুক্তিযুদ্ধের অর্জন নস্যাৎ করার প্রচেষ্টাকে রুখে দাঁড়াতে।”