চলমান সংবাদ

জাহাজভাঙা শিল্প সংশ্লিষ্ট অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

-শ্রমিকদের জীবনমান উনয়ন ও নিরাপত্তা নিশ্চিতকল্পে সুপারিশ উপস্থাপন

আজ সকাল ১০টায় চট্টগ্রামের আগ্রাবাদস্থ হোটেল সেন্ট মার্টিনে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ -বিলস কর্তৃক আয়োজিত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জাহাজভাঙা শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজন, শ্রমিক প্রতিনিধি, সরকারী শ্রম দপ্তরের শিল্প সম্পর্ক শিক্ষায়তন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কর্মকর্তাগণ, নাগরিক সমাজের প্রতিনিধি, শ্রমিক সংগঠন এবং অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
সভায়, জাহাজভাঙা শিল্পে শ্রমিকদের জীবনমান উন্নয়ন, নিরাপত্তা, স্বাস্থ্য, মজুরি এবং সামাজিক কল্যাণ বিষয়ে বিভিন্ন সুপারিশ তুলে ধরা হয়। এসব সুপারিশের মধ্যে প্রথমত, শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করার জন্য আধুনিক ও মানসম্মত নিরাপত্তা সরঞ্জাম সরবরাহের প্রস্তাব করা হয়। এ ধরনের সরঞ্জামের মধ্যে হেলমেট, গ্লাভস, সেফটি বুট এবং অক্সিজেন মাস্ক অন্তর্ভুক্ত। এছাড়া, শ্রমিকদের নিরাপত্তা বিষয়ে নিয়মিত প্রশিক্ষণের আয়োজন করার প্রস্তব দেওয়া হয়, যাতে তারা জরুরি পরিস্থিতিতে সঠিক পদক্ষেপ নিতে সক্ষম হয়। দুর্ঘটনা প্রতিরোধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গড়ে তোলার এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার কথাও সুপারিশ করা হয়।
অন্যদিকে, শ্রমিকদের নিয়োগপত্র, পরিচয়পত্র ও সার্ভিসবুক প্রদান করার বিষয়টি গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়। নিয়োগপত্রে তাদের অধিকার ও দায়িত্ব স্পষ্টভাবে উল্লেখ করার পাশাপাশি, পরিচয়পত্র ও সার্ভিসবুকের মাধ্যমে শ্রমিকদের কর্মজীবন রেকর্ড করা হবে, যা ভবিষ্যতে তাদের জন্য সহায়ক হবে।
এছাড়া, পেশাগত রোগ প্রতিরোধ ও স্বাস্থ্য সেবা সম্পর্কেও সুপারিশ করা হয়। বিশেষ করে যেসব পেশাগত রোগ যেমন শ্বাসকষ্ট, ত্বকের সমস্যা হতে পারে, সেগুলোর প্রতিরোধ এবং চিকিৎসার জন্য নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা উচিত বলে অভিমত ব্যক্ত করা হয়। পেশাগত রোগ সম্পর্কে তথ্য সংগ্রহ এবং কর্মস্থলে স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার বিষয়টি নিয়েও আলোচনা হয়।
সভায় শ্রমিকদের জন্য ছুটি ও মজুরি ব্যবস্থার বিষয়েও সুপারিশ করা হয়। সবেতন ছুটি প্রদান এবং সাপ্তাহিক এবং উৎসব ছুটির দিনগুলিতে শ্রমিকদের বেতন নিশ্চিত করার প্রস্তাব দেওয়া হয়। পাশাপাশি, ঘোষিত নিম্নতম মজুরি বাস্তবায়ন এবং বর্তমান বাজার দর অনুযায়ী নতুন নিম্নতম মজুরি ঘোষণা করার লক্ষ্যে দ্রুত নিম্নতম মজুরি বোর্ড গঠনের কথাও বলা হয়।
শ্রমিকদের সামাজিক নিরাপত্তা সুবিধা যেমন গ্র্যাচুইটি, পেনশন, কল্যাণ তহবিল, প্রভিডেন্ট ফান্ড ও বীমা প্রভৃতি প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা এবং শ্রমিকদের পরিবারের জন্য শিক্ষা, স্বাস্থ্য ও আবাসন সুবিধা গড়ে তোলার বিষয়টি উল্লেখ করা হয়। সভায় উল্লেখ করা হয় যে, শ্রমিকদের কল্যাণের জন্য এসব সুবিধা অত্যন্ত জরুরি।
শেষে, ব্যবসায়িক সংকোচনের কারণে চাকরি হারানো শ্রমিকদের বিকল্প কর্মসংস্থান ব্যবস্থা তৈরি করার বিষয়টি আলোচিত হয়। সভায় বলা হয়, আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কাজের পরিবেশ উন্নত করতে হবে, যাতে শ্রমিকরা আরও দক্ষ এবং নিরাপদভাবে কাজ করতে পারেন।
মতবিনিময় সভায় মূল বিষয়বস্তু উপস্থাপনা করেন জাহাজভাঙা শ্রমিক ট্রেড ইউনিয়ন ফোরামের সদস্যসচিব এবং বিলস-ডিটিডিএ প্রকল্পের অধীনে পরিচালিত ওশ সেন্টারের কো-অর্ডিনেটর ফজলুল কবির মিন্টু। তিনি ‘জাহাজভাঙা শিল্পে অধিকার, নিরাপত্তা এবং চ্যালেঞ্জ’ শীর্ষক একটি বিস্তারিত উপস্থাপনা করেন এবং শ্রমিকদের সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করতে মালিক, সরকারের ও শ্রমিক সংগঠন সমূহের উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জাহাজভাঙা শ্রমিক ট্রেড ইউনিয়ন ফোরামের আহ্বায়ক এবং শ্রম সংস্কার কমিশনের সদস্য তপন দত্ত। তিনি শ্রমিকদের অধিকার, নিরাপত্তা ও মজুরি নিশ্চিতকরণের গুরুত্ব সম্পর্কে বক্তব্য রাখেন। সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় সভাপতি এবং বিলস-এলআরএসসি সেন্টার কো-অর্ডিনেশকন কমিটির চেয়ারম্যান এ এম নাজিম উদ্দিন। তিনি সভায় আগত অতিথিদের ধন্যবাদ জানিয়ে শ্রমিকদের কল্যাণে আরও কার্যকরী পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের অধ্যাপক ডঃ মুহাম্মদ শাহিন চৌধুরী, বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর, বাংলাদেশ শিপ ব্রেকার্স এন্ড রিসাইক্লার্স এসোসিয়েশনের সচিব মোঃ সিদ্দিক, শিল্প সম্পর্ক শিক্ষায়তনের অধ্যক্ষ রুমানা আক্তার, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের পরিদর্শক মোঃ শামিম হোসেন, জাতীয়তাবাদী শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক শ ম জামাল উদ্দিন, জাহাজ ভাঙা সেফটি কমিটির আহ্বায়ক এডভোকেট জহির উদ্দিন মাহমুদ, বাংলাদেশ মুক্ত শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক নুরুল আবসার, ইপসার সমন্বয়ক মোঃ আলী শাহিন, সংশপ্তক এর প্রধান নির্বাহী লিটন চৌধুরী, বাংলাদেশ মেটাল ওয়ার্কার্স ফেডারেশনের যুগ্ম সম্পাদক মোঃ আলী, দি বিজনেস স্টান্ডার্ড এর সিনিয়র রিপোর্টার মিজানুর রহমান ইউসুফ, পিএইচ পি গ্রিন শিপ রিসাইক্লিং ইন্ডাস্টির হেড অফ সেফটি লিটন মজুমদার, বাংলাদেশ ফ্রি ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সাধারণ সম্পাদক কে এম শহিদুল্লাহ, জাহাজভাঙা শ্রমিকনেতা মোঃ ইদ্রিস এবং কাটার ফোরম্যান মোঃ জামাল উদ্দিন প্রমুখ