শীর্ষ খবর:
চলমান সংবাদ

চট্টগ্রামে শ্রম সংস্কার কমিশনের সাথে মতবিনিময় সভা

-চট্টগ্রাম বন্দরকে বিদেশীদের হাতে ইজারা দেওয়ার প্রক্রিয়ায় উদ্বেগ প্রকাশ

গতকাল, ২৮ ডিসেম্বর ২০২৪, সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে চট্টগ্রামের ট্রেড ইউনিয়ন নেতৃত্বের সাথে শ্রম সংস্কার কমিশনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় কমিশনের চেয়ারম্যান সৈয়দ সুলতান উদ্দিন আহাম্মদ সভাপতিত্ব করেন। সভায় কমিশনের সদস্য ড. মাহফুজুল হক, তপন দত্ত, এ এন এম সাইফ উদ্দিন, অধ্যাপক জাকির হোসেন, রাজেকুজ্জামান রতন, সাকিল আকতার চৌধুরী, তাসলিমা আকতার, এবং জাতীয়তাবাদী শ্রমিকদল চট্টগ্রাম বিভাগের সভাপতি এ এম নাজিম উদ্দিন উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় চট্টগ্রাম বন্দরের কন্টেনার টার্মিনালসমূহ বিদেশীদের হাতে ইজারা দেওয়ার প্রক্রিয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়। শ্রমিক নেতারা আশংকা করেন যে, চট্টগ্রাম বন্দরের কন্টেনার টার্মিনালসমূহ বিদেশীদের হাতে ইজারা দিলে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে।

সভায় এও বলা হয় যে, বিভিন্ন সেক্টরে আউট সোর্সিংয়ের মাধ্যমে নিয়োজিত শ্রমিকেরা ন্যূনতম শ্রম অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। নেতারা আউট সোর্সিংয়ের মাধ্যমে শ্রমিক নিয়োগ বন্ধের আহ্বান জানান। এছাড়া, ইপিজেডে শ্রমিকরা ট্রেড ইউনিয়ন অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন এবং বাংলাদেশ শ্রম আইনের আওতায় থাকলেও ইপিজেডে আলাদা শ্রম আইন প্রণয়ন করা হচ্ছে, যা বৈষম্য সৃষ্টি করছে।

চা বাগান শ্রমিকদের জন্য ভূমির অধিকার না থাকা এবং তাদের সন্তানদের সরকারি চাকরির সুযোগ থেকে বঞ্চিত হওয়ার বিষয়টি আলোচিত হয়। এছাড়া, চা শ্রমিকদের পাসপোর্ট তৈরির ক্ষেত্রে সমস্যা হওয়া এবং সরকারি চাকরিতে তাদের সন্তানদের সুযোগ নিশ্চিত করার দাবি তোলা হয়।

জাহাজভাঙা শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিতকল্পে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের উপরও গুরুত্ব আরোপ করা হয়। সভায় সকল শ্রমিকদের নিয়োগপত্র, পরিচয়পত্র, সার্ভিসবুক প্রদান এবং বেতনসহ সব ধরনের ছুটি নিশ্চিত করার দাবিও জানানো হয়।

সভায় উপস্থিত সকল শ্রমিক নেতারা শ্রম দপ্তর এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ভূমিকা, সক্ষমতা এবং সচ্ছতা বৃদ্ধি করতে শ্রম মন্ত্রণালয়ের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।