চলমান সংবাদ

সহিদুল্লাহ চৌধুরীর মৃত্যুতে চট্টগ্রামে শোকসভা: শ্রমিক আন্দোলনের কিংবদন্তি নেতা হিসেবে স্মরণ

বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি এবং প্রখ্যাত শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা সহিদুল্লাহ চৌধুরীর শোকসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার (৫ জানুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রাম জেলা কমিউনিস্ট পার্টির উদ্যোগে নগরীর হাজারীগলিস্থ দলীয় কার্যালয়ে এ শোকসভা অনুষ্ঠিত হয়। শোকসভায় উপস্থিত বক্তারা সহিদুল্লাহ চৌধুরীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন। এরপর আন্তর্জাতিক কমিউনিস্ট সংগীত পরিবেশন করা হয়।

শোকসভায় চট্টগ্রাম জেলা সিপিবির সম্পাদকমণ্ডলীর সদস্য উত্তম চৌধুরী সভাপতিত্ব করেন এবং সহকারি সাধারণ সম্পাদক নুরুচ্ছাফা ভূঁইয়া সঞ্চালনার দায়িত্ব পালন করেন। সভায় বক্তব্য রাখেন জেলা সিপিবির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর, সম্পাদকমণ্ডলীর সদস্য ফরিদুল ইসলাম এবং অনিন্দ্য শুভ্র।

বক্তারা বলেন, “সহিদুল্লাহ চৌধুরী ছিলেন বাংলাদেশের শ্রমিক আন্দোলনের উজ্জ্বল নক্ষত্র, বিশেষত পাটকল শ্রমিক আন্দোলনে তার দীর্ঘদিনের নেতৃত্ব ছিল অসীম প্রভাবশালী। তিনি শ্রমিক-কৃষক মেহনতি মানুষের মুক্তির সংগ্রামে জীবনের অধিকাংশ সময় উৎসর্গ করেছেন। তাঁর সংগ্রাম বাংলাদেশের বামপন্থী আন্দোলনেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।”

বক্তারা আরও বলেন, “সহিদুল্লাহ চৌধুরী ১৯৬৪ সালে লতিফ বাওয়ানী জুট মিলের সাধারণ শ্রমিক হিসেবে যোগ দেন। অর্ধশতকের বেশি সময় ধরে তিনি শ্রমিক আন্দোলনে যুক্ত ছিলেন এবং শ্রমজীবী মানুষের অধিকার ও মুক্তির সংগ্রামে চিরকাল লড়াই করেছেন। তিনি সমাজে শোষণহীন একটি ব্যবস্থার কায়েমের জন্য আজীবন সংগ্রাম করেছেন।”

শোকসভায় বক্তারা আরও বলেন, “সহিদুল্লাহ চৌধুরীর জীবন ও সংগ্রাম নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।”