চলমান সংবাদ

চান্দগাঁও থানায় নির্মাণ শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ


বন্যা, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের সহযোগিতায় ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন চট্টগ্রাম, বাংলাদেশ চান্দগাঁও থানার পক্ষ থেকে আজ সকাল ১১টায় কম্বল বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের চান্দগাঁও থানা কমিটির অন্যতম নেতা মোঃ মানিক।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র, চট্টগ্রাম জেলার যুগ্ম সম্পাদক ইফতেখার কামাল খান। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংগঠক ফজলুল কবির মিন্টু, নির্মাণ শ্রমিক নেতা আবদুল হালিম, মোঃ নাসির উদ্দিন প্রমুখ।
প্রধান অতিথি ইফতেখার কামাল খান তাঁর বক্তব্যে বন্যা, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান, যারা গরীব ও দুস্থ নির্মাণ শ্রমিকদের জন্য কম্বল প্রদান করেছে। তিনি আশাবাদ ভ্যাক্ত করন বলেন, এই ধরনের রাষ্ট্রীয় সহযোগিতা ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে এবং শ্রমিকদের কল্যাণে সহায়ক হবে। তিনি জানান, টিইউসির অন্তর্গত সংগঠন ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন চট্টগ্রাম, বাংলাদেশ এর মাধ্যমে বন্যা, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় হতে প্রাপ্ত সকল কম্বল বিতরণ করে যথাযথভাবে হতদরিদ্র শ্রমিকদের কাছে পৌঁছে দেয়া হবে।
সভায় অন্যান্য বক্তারা দেশের দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে রাষ্ট্রের সুনির্দিষ্ট দায়িত্ব ও পরিকল্পনার প্রয়োজনীয়তা তুলে ধরেন। তারা শ্রমঘন এলাকাগুলোর জন্য ন্যায্য মূল্যের দোকান ও রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানান, যাতে দেশের দরিদ্র জনগণ আরও সহায়তা পায়।

বার্তা প্রেরক
ইফতেখার কামাল খান
যুগ্ম সম্পাদক
চট্টগ্রাম জেলা
মোবাইল:- ০১৮৪২৪৮০৩৬৩