সহিদুল্লাহ চৌধুরীর শোকসভায় বক্তারা- শ্রমিকদের স্বার্থে কখনোই আপোষ করেননি সহিদুল্লাহ চৌধুরী
গতকাল শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে চট্টগ্রাম জেলা কমিউনিস্ট পার্টির উদ্যোগে নগরীর হাজারীগলিস্থ দলীয় কার্যালয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি ও শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা সহিদুল্লাহ চৌধুরীর শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি অশোক সাহার সভাপতিত্বে ও সহকারি সাধারণ সম্পাদক নুরুচ্ছাফা ভূঁইয়ার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সিপিবির কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড শাহ আলম, সদস্য মৃণাল চৌধুরী, চট্টগ্রাম জেলা সিপিবির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর, সম্পাদক মণ্ডলীর সদস্য মো. মছিউদদৌলা, উত্তম চৌধুরী, সদস্য রেখা চৌধুরী, দক্ষিণ জেলা সিপিবির সাধারণ সম্পাদক শওকত আলী ও চন্দন দাশ।
শোকসভায় সহিদুল্লাহ চৌধুরীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এসময় তাঁর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান কমিউনিস্ট পার্টির নেতারা।
শোকসভায় বক্তারা বলেন, ‘শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে পরীক্ষিত নেতা ছিলেন সহিদুল্লাহ চৌধুরী। তিনি জীবনের শেষ দিন পর্যন্ত শ্রমিকের অধিকার আদায়ের আন্দোলন করেছেন। সবার মাঝে আলোকবর্তিকা হয়ে থাকবেন তিনি।’
সিপিবির নেতারা বলেন, ‘মৌলিক আদর্শে দৃঢ় থেকে কীভাবে সবার সঙ্গে মেশা যায়, সেই গুণাবলি ছিল তাঁর। চাকরি নেওয়ার পর কেবল একা বেঁচে থাকার চিন্তা করেননি। সবাইকে নিয়ে কীভাবে ভালো থাকা যায়, সেই কাজ করেছেন।’
‘শ্রমিকদের স্বার্থে কখনোই আপস করেননি সহিদুল্লাহ চৌধুরী। শ্রমিকদের দাবির প্রতি তাঁর একাগ্রতা অনেক বেশি ছিল। সহিদুল্লাহ চৌধুরী অসমাপ্ত কাজ আমাদের সবাইকে এগিয়ে নিয়ে যেতে হবে।’