২০২৪-২৫ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশের পর কোটা পদ্ধতি নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। মুক্তিযোদ্ধা কোটায় ৪১ নম্বর পেয়ে যারা নির্বাচিত হয়েছেন, তাদের ভর্তি সাময়িকভাবে স্থগিত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। কোটা নিয়ে গত বছরের আন্দোলনের রেশ এখনো কাটেনি। শিক্ষার্থীরা দাবি করছেন, কোটা বাতিল করে মেধার ভিত্তিতে ভর্তি করা হোক, যা তাদের মতে বৈষম্য দূর করবে।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা ডা. রুবীনা ইয়াসমীন জানিয়েছেন, কোটা রাখা হয়েছে হাইকোর্টের রায় ও সরকারের প্রজ্ঞাপনের আলোকে। তবে এই কোটা নিয়ে শিক্ষার্থীরা আরও প্রতিবাদ করছেন, বিশেষ করে মুক্তিযোদ্ধা কোটায় নম্বর কম পেয়ে ভর্তি হওয়ার ঘটনা নিয়ে। বর্তমানে কোটা সংস্কারের দাবি উঠলেও, সরকার এ বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত নেয়নি।