চলমান সংবাদ

স্মরণ সভা অনুষ্ঠিত হলো কমরেড নাসির উদ্দীনের ৩৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে

গত ১৫ ফেব্রুয়ারি সাবেক ছাত্রনেতা, ক্ষেতমজুর নেতা, গণ মানুষের নেতা কমরেড নাসির উদ্দীনের ৩৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কমরেড নাসির উদ্দীন ফাউন্ডেশনের আয়োজনে আহলা চাইল্ড কেয়ার একাডেমীতে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি মো. জসীম উদ্দীন।

এ সময় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক কমরেড শওকত আলী, শ্রমিক নেতা মো. আলী, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডি. জি. এম এ. কে. এম. আব্দুল হাই ভূঁইয়া, শিক্ষক নেতা অধ্যাপক কুনাল বিকাশ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা তরুন দাশ, আদর্শ কৃষক আবদুল মাবুদ, সিনিয়র সাংবাদিক আবদুর রাজ্জাক, শিক্ষক নেতা তরুন বড়ুয়া, সাবেক ছাত্র নেতা অলক বড়ুয়া, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শৈবাল আদিত্য, কৃষক নেতা সাইফুদ্দীন সাইফু, শিক্ষক নেতা আমির হোসেন, শ্যামল বিশ্বাস, মোস্তফা মেম্বার, রূপক বিশ্বাস, শিক্ষক মুফিজ, ইকবাল প্রমুখ।

সভায় আগত অতিথিরা কমরেড নাসির উদ্দীনের জীবন ও সংগ্রামের ওপর আলোচনা করেন এবং তার অসমাপ্ত কাজগুলো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান। এরপর, কৃষক ও ক্ষেতমজুর ভাই-বোনদের মাঝে খাদ্য সহায়তা ও কম্বল বিতরণ করা হয়। এছাড়া, ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

সভা শেষে, ফাউন্ডেশনের সভাপতি মো. জসীম উদ্দীন সকল অতিথি এবং উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।