চলমান সংবাদ

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তীব্র প্রতিবাদ, কমিটি বাতিলের দাবিতে অবরোধ ও পদযাত্রা

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি ঘোষণার পর এর প্রতিবাদে পদত্যাগ করেছেন কমিটির একাংশের নেতারা। তাদের দাবী, নতুন কমিটি গঠনে মূল আন্দোলনকারীদের মূল্যায়ন করা হয়নি এবং কিছু বিতর্কিত ব্যক্তির অন্তর্ভুক্তি করা হয়েছে। এসব কারণে তাঁরা কমিটি বাতিলের দাবি জানিয়ে সড়ক অবরোধ করেন এবং তাদের সমর্থকদের নিয়ে বিক্ষোভ করেন।

এদিকে, নতুন কমিটির পক্ষ থেকে গণপদযাত্রা অনুষ্ঠিত হয়, যাতে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তোলা হয়। দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে পদত্যাগকারী নেতারা তিন দফা দাবি জানান, যার মধ্যে অন্তর্বর্তী কমিটি গঠন ও অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রকাশ করার দাবি রয়েছে।

অবরোধ ও পদযাত্রার পাশাপাশি কিছু নেতা কমিটি বাতিল না হলে আন্দোলন তীব্র করার হুঁশিয়ারি দেন। এসব ঘটনায় চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকায় যানজট সৃষ্টি হয় এবং পুলিশ কিছু প্রতিবাদীকে বাধা দেয়।

সন্ধ্যায়, এই উত্তাল পরিস্থিতির মাঝে পদত্যাগকারী নেতারা জানিয়ে দেন, যদি শান্তিপূর্ণ সমাধান না হয়, তবে তারা আন্দোলন থেকে সরে যাবেন।