জাতীয় নাগরিক কমিটিতে নেতৃত্ব নিয়ে বিরোধ, নতুন দলের আত্মপ্রকাশ নিয়ে অনিশ্চয়তা
জাতীয় নাগরিক কমিটি, জুলাই-অগাস্টের আন্দোলনে নেতৃত্ব দেয়া তরুণদের একটি প্ল্যাটফর্ম, চলতি মাসের শেষ সপ্তাহে রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। তবে নতুন দল হিসেবে যাত্রা শুরুর আগেই নেতৃত্ব নিয়ে বিরোধ তৈরি হয়েছে, যা সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রকাশ পাচ্ছে।
এই বিরোধের মূল কেন্দ্রবিন্দু হলো দলের শীর্ষ নেতৃত্বে কারা থাকবেন। তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামকে আহ্বায়ক হিসেবে সকল পক্ষ মেনে নিয়েছে, তবে বাকি তিনটি শীর্ষ পদ নিয়ে দ্বন্দ্ব চলছে।
নাগরিক কমিটির কেন্দ্রীয় কমিটির নেতাদের মতে, শিবির-সংশ্লিষ্টতার কারণে সাবেক নেতাদের শীর্ষ চারটি পদ থেকে বাদ দেয়ার চেষ্টা চলছে। এ নিয়ে শিবিরপন্থি গ্রুপের নেতারা সামাজিক মাধ্যমে নানা পোস্ট প্রকাশ করছেন, যা পরিস্থিতি আরও জটিল করেছে।
কমিটির মুখপাত্র সামান্তা শারমিন বলেন, “শীর্ষ পদে কারা থাকবেন, এ নিয়ে রাজনৈতিক দলের স্বাভাবিক আলোচনা চলছে। তবে, অভ্যন্তরীণ ডেমোক্রেসি এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কিছু মতপার্থক্য দেখা দিয়েছে।”
নতুন দলের নেতৃত্বে একাধিক নাম প্রস্তাবিত হয়েছে, তবে আদৌ নাহিদ ইসলাম আহ্বায়ক হিসেবে যোগ দেবেন কিনা তা নিশ্চিত নয়। জাতীয় নাগরিক কমিটির বর্তমান আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেছেন, “নাহিদ ইসলাম আহ্বায়ক হলে কেউ আপত্তি করবে না, তবে তিনি এখনও নিশ্চিত করেননি।”
আগামী ২৬ ফেব্রুয়ারির মধ্যে দলটির আনুষ্ঠানিক ঘোষণা হওয়ার কথা থাকলেও, এখনও দলের নাম ও নেতৃত্ব চূড়ান্ত হয়নি। নেতাদের মধ্যকার বিরোধের কারণে নতুন রাজনৈতিক দলটির আত্মপ্রকাশ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।