আবরার হত্যা: মুনতাসির আল জেমির কারাগার থেকে পলায়ন, বুয়েট শিক্ষার্থীদের প্রতিবাদ
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসির আল জেমি কারাগার থেকে পালানোর খবরে বিক্ষোভে ফেটে পড়েছেন বুয়েটের শিক্ষার্থীরা। সোমবার রাত ১১টার দিকে বুয়েট শহীদ মিনার থেকে শুরু হওয়া প্রতিবাদ মিছিলটি বিভিন্ন হল প্রদক্ষিণ করে রাত ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এসে শেষ হয়। সেখানে শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করেন।
বিক্ষোভকারীরা জানান, ২৪ ফেব্রুয়ারি হাইকোর্টে আবরার ফাহাদ হত্যাকাণ্ডে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মুনতাসির আল জেমির পলায়নের খবর সামনে আসে। আদালতে জানানো হয়, গত বছরের ৫ আগস্টের পর থেকে জেমি পলাতক রয়েছেন। এই ঘটনায় শিক্ষার্থীরা সরকারের কাছে জবাবদিহি দাবি করেছেন।
বুয়েটের শিক্ষার্থীরা লিখিত বক্তব্যে জানান, “মুনতাসির আল জেমির পলায়ন বাংলাদেশের বিচারব্যবস্থার জন্য কলঙ্কজনক এবং আবরার ফাহাদের প্রতি অবজ্ঞা।” তাঁরা সরকারের কাছে দাবি জানিয়েছেন, পলাতক আসামিকে দ্রুত খুঁজে বের করে গ্রেপ্তার করা হোক এবং তার পলায়নে সহায়তাকারীদেরও শনাক্ত করে বিচারের আওতায় আনা হোক।
সংবাদ সম্মেলনে আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজ বলেন, “জেমির পলায়ন রাষ্ট্রের জন্য লজ্জাজনক। আমরা সরকারের কাছে সঠিক জবাব চাই।”
শিক্ষার্থীরা সতর্ক করেছেন যে, তারা কোনো ধরনের দেরি বা টালবাহানা মেনে নেবেন না এবং পলাতক আসামি গ্রেপ্তার না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত রাখবেন।
এদিকে, আবরার ফাইয়াজ ফেসবুক পোস্টে মুনতাসির আল জেমির পলায়নের বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেছেন এবং রাষ্ট্রের অদক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন।