পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের দাবিতে চট্টগ্রামে গণসংযোগ ও প্রচার কর্মসূচি
পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের দাবিতে চট্টগ্রাম শহরে এক গণসংযোগ ও প্রচার কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিটি চেরাগী পাহাড় থেকে শুরু হয়ে আন্দরকিল্লা মোড়, লালদীঘী হয়ে শহীদ মিনারে এসে শেষ হয়।
পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড শাহ আলম, বাংলাদেশ জাসদ এর সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, বাসদ এর সাধারণ সম্পাদক বজলুল রশিদ ফিরোজ, এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
এই কর্মসূচির মূল দাবিগুলোর মধ্যে ছিল পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের জন্য সময়সূচি ভিত্তিক কর্মপরিকল্পনা প্রণয়ন, পাহাড়ে সামরিক শাসনের অবসান, আঞ্চলিক পরিষদ ও তিন পার্বত্য জেলা পরিষদের ক্ষমতায়ন, ভূমি সমস্যার স্থায়ী সমাধান এবং আদিবাসীদের অংশগ্রহণ নিশ্চিত করা।
এ বিষয়ে কমরেড শাহ আলম বলেন, “২৮ বছর হয়ে গেলো, পার্বত্য চট্টগ্রাম চুক্তি আজও বাস্তবায়ন হয়নি। সরকারের তালবাহানার কারণে পাহাড়ের মানুষ এখনও অধিকার থেকে বঞ্চিত। আমরা চাই সরকার চুক্তি বাস্তবায়ন করে পাহাড়ি জনগণের অধিকার নিশ্চিত করুক।”
নাজমুল হক প্রধানও চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আমরা চাইনা পার্বত্য চট্টগ্রামে আবার শান্তিবাহিনী সৃষ্টি হোক, অস্ত্র ধরুক।”
এছাড়া, বজলুল রশিদ ফিরোজ বলেন, “পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন না হওয়ায় পাহাড়ে সেনা শাসন চলছে, যা স্থানীয় জনগণের জন্য ভয়াবহ হয়ে উঠেছে।”
কর্মসূচির শেষে, চট্টগ্রাম জেলার কমিউনিস্ট পার্টির সভাপতি অশোক শাহা বলেন, “আমরা চাই একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে, যেখানে পাহাড়ি ও বাঙালি সকল জনগণের অধিকার নিশ্চিত থাকবে।”
এই কর্মসূচিতে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন, এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের আন্দোলনকে সমর্থন জানান।