সিইপিজেডে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ, শ্রমিকদের বিক্ষোভ

চট্টগ্রাম ইপিজেড মোড়ে ছাটাই করা শ্রমিকদের পুনর্বহাল ও বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে কয়েকশ শ্রমিক। গতকাল শনিবার দুপুর ২ টার দিকে শুরু হওয়া বিক্ষোভে ওই সড়কে যান চলাচল কয়েক ঘণ্টা বন্ধ ছিল।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, এক্সেস শিওর নামে একটি কারখানার প্রায় ৪০ শ্রমিককে ছাঁটাই করা হয়েছিল। এর প্রতিবাদে প্রায় ২০০-২৫০ শ্রমিক সকাল থেকে কারখানার সামনে বিক্ষোভ করছিল। দুপুর ২ টার দিকে তারা ইপিজেড মোড়ে এসে সড়কে অবস্থান নেয়। তিনি বলেন, বিক্ষোভকারীরা ছাটাইকৃত শ্রমিকদের পুনর্বহাল ও বকেয়া বেতন পরিশোধের দাবি জানিয়েছে।
এ বিষয়ে জানতে চট্টগ্রাম ইপিজেডের নির্বাহী পরিচালক আব্দুস সোবহানকে কল করা হলে তিনি রিসিভ করেননি। বিকেল ৪ টার দিকে শ্রমিকরা সড়ক থেকে সরে গেছে বলে জানা গেছে।