যারা এস এস সি পরীক্ষা ২০২৫ এ অংশ নিতে যাচ্ছো তাদের জন্য -প্রফেসর আবদুল আলীম

১. রাতে ঘুমাতে যাওয়ার আগে ট্রান্সপারেন্ট /স্বচ্ছ জিপার ব্যাগে রেজিষ্ট্রেশন কার্ড, এডমিট কার্ড, কলম, পেন্সিল, ইরেজার, সার্পনার, রুলার, ঢুকিয়ে রাখবে। অনেক সময় কলমের কালি লিক করে তাই কলমের জন্য আলাদা পাউচ বা ছোট ব্যাগ ব্যবহার করতে পারো।
২. গুজবে কান দেবে না। মনে রেখো পাঠ্য বইয়ের শিখনফলের বাইরে কোন প্রশ্ন আসবে না। পরীক্ষা হচ্ছে তুমি যা শিখেছো তা যাচাই করার একটি প্রক্রিয়া। টেনশন করার কিছু নেই। স্বাভাবিক এবং সাবলীল থাকলে পরীক্ষা ভালো হবে। টেনশন করলে অনেক শিখা জিনিস ভুলে যাবে।
৩. পরীক্ষার আগের নতুন কিছু না শিখে যা শিখেছো সেটা রিভিশন দেয়া বুদ্ধিমানের কাজ।
৪. পর্যাপ্ত পানি এবং স্বাস্থ্যকর খাওয়ার খেয়ে স্বাস্থ্য ভালো রাখতে হবে।
৪. পড়ার টেবিলের এবং আশেপাশের অপ্রয়োজনীয় জিনিস সরিয়ে জঞ্জাল মুক্ত পরিবেশ বজায় রাখো।
৫. শেষ মুহূর্তে রুটিন চেক করবে।
৬. রাতে ৮ ঘন্টা ঘুম তোমাকে রিফ্রেশ করবে এবং মানসিক স্বাস্থ্য ভালো রাখবে।
৭. পরীক্ষার কেন্দ্রে সময়মত প্রবেশ করবে।
সিটের রোল নাম্বার প্রবেশপত্রের সাথে মিলিয়ে নেবে। বৃত্ত ভরাটে কোন ভুল হলে কক্ষ প্রত্যবেক্ষককে জানাবে। সিটের কোন সমস্যা থাকলে তাও জানাবে। আশেপাশের কারও সাথে কথা বলা থেকে বিরত থাকবে।
৮. পরীক্ষা শেষে জিপার ব্যাগে সব আছে কিনা চেক করবে।
৯. শেষ ঘন্টা বাজার আগে রিভিশন দেবে।
১০. সময়ের দিকে সবসময় খেয়াল রাখবে।
(লেখকঃ সাবেক চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ও সাবেক সচিব, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম)